কলকাতা: ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। রক্তে ভাসছিল তাঁর দেহ। কলকাতার উত্তর শহরতলির সংহতি পার্কে বুধবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এই খবর মিলেছে।
প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে রক্ত বেরিয়ে আসতে দেখে পুলিশকে খবর দেয়। বাঁ কবজি কাটা অবস্থায় রীতা সুরানা নামে ৪০ বছরের ওই মহিলার দেহ পাওয়া যায় বাথরুমে। রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকার খবর পেয়ে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত এয়ারপোর্ট থানা থেকে একদল পুলিশ ওই ফ্ল্যাটে যান।
এক পুলিশ আধিকারিক জানান, “ভদ্রমহিলা একসময় বার ডান্সার ছিলেন। তবে প্রায় বছরপনেরো হল ওই কাজ থেকে সরে এসেছিলেন। তাঁর স্বামী বা সঙ্গী বেঙ্গালুরুতে থাকেন। ভদ্রমহিলা এখানে একাই থাকতেন।”
যে অ্যাপার্টমেন্টে রীতা সুরানা থাকতেন, সেটি তিনতলা। রীতা সুরানা থাকতেন একতলায়।
ওই অফিসার জানান, বাড়ির মালিকের পরিবারের এক মহিলা সদস্য জানিয়েছেন সকালেই সুরানা তাঁদের তলায় এসেছিলেন। তখনই ওই মহিলা সুরানার হাতে আঘাতের চিহ্ন দেখেছিলেন। কিন্তু ওই আঘাত নিয়ে খুব একটা কিছু ভাবেননি।
কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।