Homeখবরকিশোরীদের উচিত যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ করা; কিশোরদের উচিত মেয়েদের সম্মান করা: কলকাতা...

কিশোরীদের উচিত যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ করা; কিশোরদের উচিত মেয়েদের সম্মান করা: কলকাতা হাই কোর্ট

প্রকাশিত

এক মামলার পর্যবেক্ষণে কিশোর-কিশোরীদের যৌনতার পাঠ দিল কলকাতা হাই কোর্ট। কিশোরীদের উদ্দেশ্যে আদালতের বার্তা, দুমিনিটের তৃপ্তির জন্য নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। তাদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। একই সঙ্গে কিশোরদের উদ্দেশ্যে আদালতের বার্তা, কিশোরী, মহিলাদের মর্যাদা ও শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো উচিত।

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় কী ভাবে যৌন উত্তেজনা তৈরি হয় তারও ব্যাখ্যা করেছে আদালত। পুরুষের অন্ডকোষ ও মহিলাদের গর্ভাশয় থেকে প্রাথমিক ভাবে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ হয়, যা যৌন উত্তেজনার জন্য দায়ী। এই টেস্টোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি সক্রিয় হলে যৌন উত্তেজনা তৈরি হয়। তবে এই গ্রন্থিগুলি নিজে থেকে সক্রিয় হতে পারে না। গ্রন্থিগুলি সক্রিয় হয় উত্তেজক কিছু দেখলে, শুনলে, পড়লে বা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কথা বললে।

আদালতের পর্যবেক্ষণ, আমাদের নিজের পদক্ষেপের কারণেই এই উত্তেজনা তৈরি হয়। কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। সে কারণে যৌন উত্তেজনা কখনওই ‘স্বাভাবিক এবং আদর্শ’ নয়। যৌন উত্তেজনামূলক কিছু কাজকর্ম বন্ধ করলেই সব স্বাভাবিক থাকবে।

যে মামলার প্রেক্ষিতে আদালতের এই মত

এক কিশোরীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন ওই তাঁকে ধর্ষণের অভিযোগে ওঠে যুবকের বিরুদ্ধে। যুবককে বেকসুর খালাস করে দিয়েছে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। বেঞ্চ তার পর্যবেক্ষণে এই কথা জানায়। কিশোর-কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। অপ্রাপ্তবয়সে সহবাস করলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়, তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দিতে বলে আদালত।

কিশোর-কিশোরীদের পরামর্শ

পর্যবেক্ষণের বেঞ্চ জানিয়েছে,

-কিশোরীদের নিজের শরীরে অধিকার, সম্মান এবং নিজের মূল্য রক্ষা করতে হবে। যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে।
-নিজের গোপনীয়তা এবং শরীরের অধিকার নিজেকেই রক্ষা করতে হবে।
-কিশোরদের কিশোরী এবং মহিলাদের সম্মান করতে হবে।
-এক জন মহিলা, তাঁর আত্মসম্মান, তাঁর মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, শারীরিক অধিকারকে সম্মান করতে হবে কিশোরদের।

অভিভাবকদের পরামর্শ

-সন্তান বিশেষত মেয়েরা যাতে খারাপ স্পর্শ, খারাপ ইঙ্গিত, খারাপ উদ্দেশ্য, খারাপ সঙ্গ চিনতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষা দিতে হবে।

-আইন স্বীকৃতি দেয় না, এমন বয়সে সহবাস নিয়েও সতর্ক করতে হবে।

-মহিলাদের কী ভাবে সম্মান করতে হয়, তা কিশোরদের শেখাতে হবে অভিভাবকদেরই।

-যৌন স্বাস্থ্য এবং সংসর্গের বিষয়ে কিশোর-কিশোরীদের সতর্ক করার ভার স্কুলের রয়েছে বলে জানিয়েছে আদালত।

রায়ের কপি পড়তে ক্লিক করুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

দুর্গাপুরে মেডিক্যাল কাণ্ডে , গ্রেফতার ৩ — সহপাঠীও জড়িত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে সহপাঠীও রয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দুই রাজ্য।

ইরানে হামলায় ব্রিকসের নিন্দা, চন্দ্রচূড় বিতর্ক, ডাইনি সন্দেহে বধূ নির্যাতন! ১০টি গুরুত্বপূর্ণ খবর একনজরে

ইরানে সামরিক হামলা থেকে চন্দ্রচূড় বিতর্ক, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ থেকে বীরভূমের 'ডাইনি' তাণ্ডব—৭ জুলাইয়ের ১০টি গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন একসাথে।

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।