ঢাকার মেট্রো স্টেশনে জন্ম শিশুর, সুস্থ মা ও সদ্যজাত

ঢাকা : হঠাৎ করেই মেট্রো রেলে যাওয়ার সময় প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় এক যাত্রীর। মেট্রো কর্তৃপক্ষের সহযোগিতায় মেট্রো স্টেশনেই ফুটফুটে সন্তানের জন্ম দিলেন ওই যাত্রী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকার আগারগাঁও স্টেশনে।

জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল পৌনে নটা নাগাদ আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে শিশুর জন্ম দেন এক যাত্রী। ওই যাত্রীর নাম সোনিয়া রানী রায়।

সূত্র মারফত জানা যাচ্ছে, মেট্রোয় যাত্রা করার সময় আগারগাঁও স্টেশনে নামার আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। এরপর ওই মহিলা এবং নবজাতককে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির একটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বর্তমানে সুস্থ রয়েছেন মা ও সন্তান। মেট্রো কর্তৃপক্ষের এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন