Homeখবরবাংলাদেশবাংলাদেশে বিক্ষোভে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা

বাংলাদেশে বিক্ষোভে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা

প্রকাশিত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা করল আওয়ামী লীগ। দলটির অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর পর বর্তমান সরকার দেশজুড়ে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। তাই দলটি ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু করবে, যার চূড়ান্ত পর্বে ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে অভিযোগ করা হয়েছে, সরকার দেশে আইনের শাসন ধ্বংস করেছে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অবহেলা করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ইউনুস ও তাঁর সহযোগীরা প্রতিশোধের আগুনে জ্বলছেন। উগ্র মৌলবাদীদের পৃষ্ঠপোষকদের অপসারণ করুন এবং বাংলাদেশকে রক্ষা করুন। দেশের গণতন্ত্র নির্বাসনে চলে গেছে।”

ধাপে ধাপে আন্দোলন পরিকল্পনা

আওয়ামী লীগের ঘোষিত আন্দোলন পরিকল্পনা অনুযায়ী—

১-৫ ফেব্রুয়ারি: লিফলেট বিতরণ

৬ ও ১০ ফেব্রুয়ারি: দেশব্যাপী সমাবেশ ও মিছিল

১৬ ফেব্রুয়ারি: সারাদেশে অবরোধ

১৮ ফেব্রুয়ারি: ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতাল

সরকারকে হুঁশিয়ারি

আওয়ামী লীগ স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কর্মসূচি ঠেকানোর চেষ্টা করা হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে। বিবৃতিতে বলা হয়েছে, “যদি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শেখ হাসিনা এখনও ‘প্রধানমন্ত্রী’

বিবৃতিতে শেখ হাসিনাকে এখনো “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটি বলেছে, “জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তুলতে হবে।”

ভবিষ্যৎ নির্বাচন থেকে আওয়ামী লীগ বাদ?

এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আনাম ঘোষণা করেছেন যে আওয়ামী লীগকে ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। ২৫ জানুয়ারি এক সমাবেশে তিনি বলেন, “শুধুমাত্র প্রো-বাংলাদেশ দলগুলোর মধ্যে নির্বাচন হবে। বিএনপি ও জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হবে, তবে আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না।”

আওয়ামী লীগের এই ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।