Homeখবরবাংলাদেশহাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনের পাঁচ মাস পেরিয়ে গিয়েছে। তার পর থেকে চরম সংকটে আওয়ামী লীগ নেতৃত্ব। সেই সংকটের মধ্যে থেকেও তাঁরা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছে। ১৫ বছরের ক্ষমতায় থাকার পর দলটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। নেতারা বলছেন, হাজারো কর্মী গোপনে রয়েছেন। তাদের অনেক ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। কিন্তু দল পুনরুদ্ধারের আশা এখনো রয়ে গেছে।

এক প্রবীণ নেতা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেছেন, “নেতৃত্ব ছিন্নভিন্ন, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক-তৃতীয়াংশ নেতারা জেলে, আরেক-তৃতীয়াংশ বিদেশে, এবং বাকিরা দেশে আত্মগোপনে।”

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। বহু নেতার সম্পত্তি ধ্বংস হয়ে যাওয়ায় তারা পুনর্গঠনের পথ দেখছেন না। এক তিনবারের সংসদ সদস্য বলেন, “এখানে পুনর্গঠনের কোনো সুযোগ নেই।”

আইনগত জটিলতা

এক প্রাক্তন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রতিদিন নতুন নতুন মামলার নোটিশ আসছে। ৪৪ বছর বয়সী সাংসদ নাহিম রাজ্জাক বলেন, “আমরা কোনো বিচারের অধিকার পাচ্ছি না। জামিন মিলছে না। দেশে ফিরলেই আমাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে।”

তবুও দলীয় নেতা-কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড গ্রুপের মাধ্যমে তারা নিজেদের জেলাসমূহের খবর শেয়ার করছেন। প্রাক্তন সংসদ সদস্য এএফএম বাহাউদ্দিন নাসিম বলেন, “আমি প্রতিদিন ২০০-৩০০ কর্মীর ফোন পাই।”

শেখ হাসিনা, যাকে দলের মধ্যে ‘আপা’ (দিদি) বলা হয়, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে নেতা-কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। প্রাক্তন সাংসদ পঙ্কজ নাথ জানান, “আপা নিয়মিত হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

ভবিষ্যতের পরিকল্পনা

আওয়ামী লীগের প্রবীণ নেতারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশে ফেরার প্রতীকী উদ্যোগ নিতে পারেন বলে আভাস দিয়েছেন। ভারতের সাহায্যে আন্তর্জাতিক মত গঠনের জন্যও দলটি চেষ্টা করছে।

এদিকে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সম্পত্তি জব্দ করে এবং নেতাদের জামিন আবেদন খারিজ করে দমন নীতি চালাচ্ছে বলে অভিযোগ। দেশজুড়ে হিংস অব্যাহত রয়েছে।

তবুও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশ্বাস, যোগাযোগের নেটওয়ার্ক ধরে রেখেই দলটি ঘুরে দাঁড়াবে। নাসিম বলেন, “৭০টিরও বেশি জেলা পর্যায়ে দলের কর্মীরা জনগণের সঙ্গে যুক্ত রয়েছেন।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

আরও পড়ুন

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।