বাংলাদেশ: দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা রুখতে নানান রকম উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে তবুও কিছুতেই রোখা যাচ্ছে না দুর্ঘটনা। পথ দুর্ঘটনার কবলে পড়ে অনেক সময় প্রাণ হারাচ্ছেন বাড়ির একমাত্র রোজগেরে। ফলে চরম আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে গোটা পরিবারকে। এই পরিস্থিতিতে এবার নয়া নিয়ম চালু করল বাংলাদেশ সরকার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলেই মিলবে ৫ লক্ষ টাকা। গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ৩ লক্ষ টাকার এককালীন সহায়তা পাবেন ভুক্তভোগী।তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে ১ লক্ষ টাকা।
এবার এই সমস্ত বিধান রেখে সড়ক পরিবহণ আইন-২০১৮ বিধিমালা জারি করল বাংলাদেশ সরকার।বিগত বছরের ডিসেম্বর মাসের ২৭ তারিখ এই বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসেই সড়ক পরিবহণ বিল পাশ হয়েছিল। আর আইন হওয়ার চার বছরের বেশি সময় পর অবশেষে জারি হয়েছে বিধিমালা।
নতুন বিধিমালা মোতাবেক, আর্থিক সহায়তা পাওয়ার জন্য ফর্ম অনুযায়ী দুর্ঘটনার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। আবেদন দাখিল করার তারিখ থেকে ১০ দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যান অনুসন্ধান কমিটি গঠন করবেন। এই কমিটি ৩০ দিনের মধ্যে আবেদনকারীর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য অনুসন্ধান করে প্রতিবেদন বোর্ডের কাছে দেবে। প্রতিবেদন দাখিলের ৩০ কার্যদিবসের মধ্যে ট্রাস্টি বোর্ড আবেদন মঞ্জুরপূর্বক আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। চেকের মাধ্যমে দেওয়া হবে আর্থিক সহায়তা।
এছাড়া বিধিমালায় বলা আছে, আর্থিক সহায়তার জন্য একটি আর্থিক সহায়তা তহবিল থাকবে এবং সেখানে মোটর মালিকদের গাড়িপিছু নির্দিষ্ট পরিমাণে বার্ষিক বা এককালীন চাঁদা দিতে হবে।