Homeখবরবাংলাদেশকোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান

প্রকাশিত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ঢাকা শহরকে অচল করে দেওয়ার ডাক দিয়েছিলেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এইদিন রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আজ বিকেল ৫টার দিকে পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনে অবস্থান নেয়। অন্যদিকে, কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন বলেছেন, ‘‘হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনও যৌক্তিকতা নেই। কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা টানা ১০ দিন ধরে চাকরিতে সমস্ত ধরনের কোটা বাতিলের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘‘১০ দিন ধরে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরিসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষের গাড়ি চলাফেরা ব্যাহত হয়েছে। মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারেন, ডিএমপির পক্ষ থেকে সেই চেষ্টা করা হয়েছে।’’

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এই আন্দোলন সফল করতে সোমবার ৬৫ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে ২৩ জন সমন্বয়ক এবং সহ-সমন্বয়ক হিসেবে ৪২ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “প্রাথমিকভাবে আমাদের কোনও কমিটি করার পরিকল্পনা ছিল না। সরকারের নীরবতার কারণে আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন চালিয়ে যেতে প্রাথমিকভাবে এই কমিটি গঠন করেছি।”

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘমেয়াদী আন্দোলন সুসংগঠিত হওয়ার জন্য এবং অন্য কেউ যেন কোনও সুবিধা নিতে না পারে সে জন্য সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধি নিয়ে এই কমিটি করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।