Homeখবরবাংলাদেশপ্রয়াত সনজিদা খাতুন, দুই বাংলায় শোকের ছায়া

প্রয়াত সনজিদা খাতুন, দুই বাংলায় শোকের ছায়া

প্রকাশিত

দুই বাংলার সংস্কৃতি অঙ্গনে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগীতশিল্পী, সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদ ছায়ানটের সভানেত্রী সনজিদা খাতুন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি ডায়াবিটিস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

বাংলাদেশের সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল পথপ্রদর্শক ছিলেন সনজিদা খাতুন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ‘ছায়ানট’, যা আজও সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিদ্যমান। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাম্প্রদায়িক বিভাজন দূর করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন।

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করা সনজিদা খাতুন বেড়ে ওঠেন এক বিদগ্ধ পরিবারে। তাঁর বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, আর মা সাজেদা খাতুন ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সংগীতচর্চার প্রতি আকৃষ্ট হন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

সনজিদা খাতুন রবীন্দ্রনাথের আদর্শকে আত্মস্থ করে সংস্কৃতি চর্চার এক নতুন ধারা তৈরি করেছিলেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বভারতী তাঁকে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত করে। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে। বাংলাদেশ সরকার তাঁকে ‘একুশে পদক’ এবং ‘বাংলা অ্যাকাদেমি সাহিত্য পুরস্কার’-এ ভূষিত করেছে।

নতুন করে বলার নয়, তাঁর প্রয়াণে দুই বাংলার সংস্কৃতি মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। সংগীত ও সাহিত্যচর্চায় তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।