Homeখবরবাংলাদেশবাংলাদেশে ইলন মাস্ককে আমন্ত্রণ মুহাম্মদ ইউনূসের, স্টারলিঙ্ক চালুর প্রস্তাব

বাংলাদেশে ইলন মাস্ককে আমন্ত্রণ মুহাম্মদ ইউনূসের, স্টারলিঙ্ক চালুর প্রস্তাব

প্রকাশিত

বাংলাদেশে টেসলা ও স্পেসএক্স কর্তা ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাবও দেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে আনুষ্ঠানিক চিঠি পাঠান ইউনূস, যেখানে বাংলাদেশের তরুণদের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়।

চিঠিতে ইউনূস উল্লেখ করেন, স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে বাংলাদেশের যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে। এর আগে, ১৩ ফেব্রুয়ারি মাস্কের সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। সূত্রের খবর, সে সময় দুই পক্ষের মধ্যে স্টারলিঙ্কের পাশাপাশি ট্রাম্পের সংস্থার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

প্রথম আলো-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে স্টারলিঙ্ক পরিষেবা চালুর উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে উচ্চপর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেসএক্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে বলেছেন ইউনূস।

প্রসঙ্গত, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। সে সময় মাস্কের হাতে স্পেসএক্স মহাকাশযানের একটি বিশেষ অংশ তুলে দেন মোদী। পাল্টা মাস্কের তিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই উপহার দেন প্রধানমন্ত্রী। এর কিছুদিন পরই ভারতে কর্মী নিয়োগ শুরু করে টেসলা। এবার বাংলাদেশেও স্টারলিঙ্কের উপস্থিতি প্রসঙ্গে আলোচনা তুঙ্গে। এখন দেখার, মাস্ক এই আমন্ত্রণ গ্রহণ করেন কি না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।