বাংলাদেশে টেসলা ও স্পেসএক্স কর্তা ইলন মাস্ককে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাবও দেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে আনুষ্ঠানিক চিঠি পাঠান ইউনূস, যেখানে বাংলাদেশের তরুণদের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়।
চিঠিতে ইউনূস উল্লেখ করেন, স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে বাংলাদেশের যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে। এর আগে, ১৩ ফেব্রুয়ারি মাস্কের সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। সূত্রের খবর, সে সময় দুই পক্ষের মধ্যে স্টারলিঙ্কের পাশাপাশি ট্রাম্পের সংস্থার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
প্রথম আলো-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে স্টারলিঙ্ক পরিষেবা চালুর উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে উচ্চপর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেসএক্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে বলেছেন ইউনূস।
প্রসঙ্গত, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় তাঁর সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। সে সময় মাস্কের হাতে স্পেসএক্স মহাকাশযানের একটি বিশেষ অংশ তুলে দেন মোদী। পাল্টা মাস্কের তিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই উপহার দেন প্রধানমন্ত্রী। এর কিছুদিন পরই ভারতে কর্মী নিয়োগ শুরু করে টেসলা। এবার বাংলাদেশেও স্টারলিঙ্কের উপস্থিতি প্রসঙ্গে আলোচনা তুঙ্গে। এখন দেখার, মাস্ক এই আমন্ত্রণ গ্রহণ করেন কি না।