Home খেলাধুলো ক্রিকেট এক দিনের ক্রিকেটে ১৪০০০ রান! সচিন, সঙ্গকারাদের তালিকায় বিরাট কোহলি

এক দিনের ক্রিকেটে ১৪০০০ রান! সচিন, সঙ্গকারাদের তালিকায় বিরাট কোহলি

0

রবিবার ওডিআই ক্রিকেটে ১৪,০০০ রান পূর্ণ করে বিশ্বের তৃতীয় ক্রিকেটার এবং দ্রুততম ব্যাটসম্যান হয়ে উঠলেন বিরাট কোহলি । প্রাক্তন ভারত অধিনায়ক পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গুরুত্বপূর্ণ গ্রুপ এ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।

ম্যাচ শুরুর আগে কোহলির এই কৃতিত্ব অর্জনের জন্য মাত্র ১৫ রান দরকার ছিল। ধীরগতিতে ইনিংস শুরু করলেও হারিস রউফের বিরুদ্ধে তাঁর চিরপরিচিত কভার ড্রাইভে তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলেন। এই তালিকায় তাঁর আগে কেবলমাত্র শচীন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারা রয়েছেন।

বিরাট কোহলি ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান পূর্ণ করেছেন, যেখানে শচীন তেন্ডুলকরকে লেগেছিল ৩৫০ ইনিংস এবং কুমার সাঙ্গাকারাকে ৩৭৮ ইনিংস। এর আগেও তিনি ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০, ১২,০০০ এবং ১৩,০০০ রান দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version