বাংলাদেশের গাজিপুরে একটি পোশাক কারখানায় গ্যাসপাইপ বিস্ফোর করে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনা হয়।
কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের একটি কাপড়ের কারখানায় আগুন লাগে। গাজিপুর ফায়ার সার্ভিস সূত্রে খবর, কারখানার একটি ঘরে প্রথমে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন লাগে পরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুনে কারখানার দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন, মোহম্মদ ফজলুর (৬০) ক্লিনার, সবুর (৩৫) সুপার ভাইজার, সাহাবুল ইসলাম (৪৪) লাইন ম্যানেজার, চাঁন মিয়া (৪৫) নিরাপত্তা প্রহরী, আসলাম আলী (২৭) কাটিং মাস্টার মোহম্মদ সোহেল (৫০) পথচারী, সোহেল রানা (২৪) নিরাপত্তা প্রহরী, আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)। তাদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মে দিবস উপলক্ষে কারখান বন্ধ ছিল। কারখানার ভিতর বেশ কিছু শ্রমিক কম্প্রেসরঘরে কাজ করছিলেন। ঘরের নতুন দেওয়াল তৈরির জন্য নির্মাণ শ্রমিকরাও ছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ এই বিস্ফোরণ হয়।