ঢাকা : জি-টোয়েন্টি সম্মেলনে ভারতের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই এ দেশে আসবেন তিনি। আর তার আগেই আজ, মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোত্রা।
সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার হাসিনা সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বৈঠক সারবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। এমনকি হাসিনার নয়া দিল্লির সফর নিয়েও হতে পারে আলোচনা এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
মঙ্গলবার নেপালের কাঠমান্ডু থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ভারতের বিদেশ সচিব বিনয় কোত্রা। এদিন সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছে যান তিনি। যদিও আজ তার কোনও কর্মসূচি নেই।
এই বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে দু’দেশের মধ্যে একাধিক বৈঠক হতে চলেছে। আর সেই বৈঠকের সূচি নির্ধারণ করতেই এ দেশে এসেছেন ভারতের বিদেশ সচিব।