ঢাকা : বাংলাদেশ ক্রমশ নিজেদের শক্তি বাড়াতে চাইছে শি জিনপিংয়ের প্রশাসন। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিমানবন্দর তৈরি করতে আগ্রহী ভারত। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে, চিনকে প্যাঁচে ফেলতেই এই সিদ্ধান্ত দিল্লির।সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মহম্মদ মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নয়াদিল্লির এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।
সালটা ১৯৭৮। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিমান চলাচল চুক্তি। বর্তমানে দু’দেশের বিদ্যমান বিমান চলাচল চুক্তি আধুনিকায়ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।
সূত্রের খবর বর্তমানে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ১২ জন আধিকারিক ভারতের এলাহাবাদে বেসিক এয়ার ট্রাফিক কন্ট্রোলারস প্রশিক্ষণ করছেন। ওই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করছে। এ সহযোগিতার জন্য সংস্থার চেয়ারম্যান কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত সরকারকে।