Homeখবরবাংলাদেশরাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত চিন্ময়কৃষ্ণকে সমর্থন ইসকনের, নতুন বার্তায় অবস্থান স্পষ্ট করল সংগঠন

রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত চিন্ময়কৃষ্ণকে সমর্থন ইসকনের, নতুন বার্তায় অবস্থান স্পষ্ট করল সংগঠন

প্রকাশিত

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে এক দিনের ব্যবধানে ভিন্ন বার্তা দিল ইসকন। বৃহস্পতিবার বাংলাদেশ ইসকন জানিয়েছিল, চিন্ময়ের কোনও কর্মকাণ্ডের দায় তারা নেবে না, কারণ তিনি সংগঠনের সদস্য নন। তবে শুক্রবার সকালে নতুন বিবৃতিতে ইসকন স্পষ্ট জানায়, চিন্ময়ের অধিকার ও হিন্দু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে তারা সমর্থন করছে।

ইসকনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টা সমর্থনযোগ্য। তিনি আমাদের প্রতিনিধি না হলেও, তাঁর থেকে আমরা দূরত্ব তৈরি করিনি।’’

উল্লেখ্য, গত সোমবার চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। তাঁর গ্রেফতারির পর চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ চলছে। সংঘর্ষে চট্টগ্রামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।

চিন্ময়কৃষ্ণ বাংলাদেশে ‘সনাতনী জাগরণ মঞ্চ’-এর মুখপাত্র ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি নানা সভা-সমাবেশ করেন। এই কর্মসূচির জেরে স্থানীয় বিএনপি নেতা তাঁর বিরুদ্ধে মামলা করেন।

চিন্ময়ের গ্রেফতারির পর বাংলাদেশ সরকার ইসকনকে ‘ধর্মীয় মৌলবাদী সংগঠন’ আখ্যা দেয় এবং নিষিদ্ধ করার দাবি তোলে। যদিও আদালত সেই দাবি খারিজ করেছে।

পরিস্থিতির জটিলতা বাড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকারও।

আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, মাথা ফাটল পুলিশ কর্মীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।