Homeখবরবাংলাদেশবাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি, নেতৃত্বে আসছেন ছাত্র আন্দোলনের নেতারা

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি, নেতৃত্বে আসছেন ছাত্র আন্দোলনের নেতারা

প্রকাশিত

নির্বাচনের দাবির মাঝেই বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন মোড়! শেখ হাসিনা সরকারের পতনের দাবির মধ্যেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁদের নেতৃত্বেই নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার দলটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

জাতীয় নাগরিক কমিটির সঙ্গে একজোট হয়ে দল গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি নতুন এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক কমিটি নামক সামাজিক সংগঠন। ইতিমধ্যেই উভয় পক্ষের মধ্যে সাংগঠনিক কাঠামো এবং দায়িত্ববন্টন নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। তবে নতুন দলের নাম কী হবে এবং কারা কোন পদে থাকবেন, সে বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, “নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে কল্পনা, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াইয়ের বিষয়। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে।”

নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হতে পারেন?

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা। তবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিক দল গঠনের সময়ই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আনা হবে। তবে দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশে নির্বাচনের দাবি জোরালো, চাপে অন্তর্বর্তী সরকার

এদিকে, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দাবিও দিন দিন জোরালো হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ছ’মাস অতিক্রম করলেও এখনও পর্যন্ত নির্বাচনের দিন নির্ধারিত হয়নি।

অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস চাইছেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে। তবে এই প্রক্রিয়ার বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দলটির দাবি, সংস্কার প্রয়োজন, তবে তা এত দীর্ঘ করা উচিত নয় যে সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হন।

নতুন দল কতটা প্রভাব ফেলবে?

নতুন রাজনৈতিক দলের আগমন বাংলাদেশে রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত, ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই দলে সক্রিয় থাকায় তরুণদের মধ্যে এটি গ্রহণযোগ্যতা পেতে পারে।

শুক্রবার দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা হলে রাজনৈতিক ময়দানে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এই দল। তবে তারা কাকে সমর্থন করবে, কোন আদর্শ অনুসরণ করবে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কতটা এগোতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

লালকেল্লার কাছে বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলাই, জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী হামলাই। বুধবার এক জরুরি বৈঠকে...

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যেও চ্যাম্পিয়ন বেবিকর্ন! জানুন এই কচি মকাইয়ের ৬টি গুণ

শীতকাল মানেই বেবিকর্নের মৌসুম! স্বাদে যেমন অনন্য, তেমনি উপকারিতাতেও ভরপুর। ওজন কমানো, হজমশক্তি বাড়ানো থেকে হার্ট ও চোখের যত্ন— বেবিকর্নে আছে বহু গুণ। জানুন বিস্তারিত উপকারিতা।

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।