Homeখেলাধুলোক্রিকেটশনিবার মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইউনিসেফের উদ্যোগে ইডেনে এক অভিনব অনুশীলনে সাকিবরা

শনিবার মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইউনিসেফের উদ্যোগে ইডেনে এক অভিনব অনুশীলনে সাকিবরা

প্রকাশিত

কলকাতা: ইডেন গার্ডেন্সে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ শনিবার (২৮ অক্টোবর)। মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে, শুক্রবার ইডেনে এক অভিনব অনুশীলন সেরে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল, যা আগামীকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের লড়াইয়ের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে।

রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের মক্কায় খেলতে নামছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব-আল হাসানের নেতৃত্বে দলের ব্যাটার এবং বোলাররা কলকাতার বিভিন্ন স্কুলের জনা কুড়ি ছেলে ও মেয়ের সঙ্গে নেটে বোলিং ও ব্যাটিং প্র্যাকটিস করল। যাদের মধ্যে দু’জন মূক ও বধির।

জানা গিয়েছে, এই অভিনব অনুশীলন আয়োজিত হয়েছে আইসিসি (ICC) এবং ইউনিসেফ (UNICEF)-এর একটি যৌথ উদ্যোগে। যেখানে সাকিব-আল হাসান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা ওই সব পড়ুয়াদের সঙ্গে নেট প্র্যাকটিসের পাশাপাশি তাদের সঙ্গে বিশেষ সময়ও কাটান। পড়ুয়াদের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সম্পর্কে টিপস দিতেও দেখা যায় বাংলাদেশের এই তারকা খেলোয়াড়দের। ভালবাসা ও আন্তরিকতা দিয়ে তাদের সঙ্গে মিশে গেলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ক্রিশ মানিক নামে এক অংশগ্রহণকারী পড়ুয়া জানায়, “আমি লিটন দাসের সঙ্গে দেখা করে খুব খুশি। তাঁকে আমরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে দেখেছি। গুরুত্বপূর্ণ টিপস ছাড়াও, আমরা তাঁর সঙ্গে ছবিও তুললাম। এই আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের সঙ্গে খেলা কতকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই”।

নতুন করে বলার নয়, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন এই আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা। আইসিসি এবং ইউনিসেফের এই ‘Cricket4good’ উদ্যোগ ছেলে-মেয়েদের মধ্যে সমতা আনার বার্তা দিচ্ছে। যাতে তারা সমাজজীবনে সমান ভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

যার অনুরণন শোনা গেল স্নেহা মণ্ডল নামে এক পড়ুয়ার কথায়। অনুশীলন শেষ সে বলে, “ছেলেদের সঙ্গে খেলতে পেরে ভালো লাগছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেললাম, এই অনুভূতি কোনো ছেলের থেকে কম নয়।”

তনিষা পাশোয়ান নামে এক স্কুল ছাত্রী জানায়, “ক্রিকেটারদের কাছে খেলার খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে অনেকটা জেনেছি। আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশেছেন ক্রিকেটাররা। ওঁদের ব্যবহারে আমরা মুগ্ধ।”

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

বাংলাদেশে ৪ জেলায় কার্ফু শিথিল হলেও গ্রেফতারি অব্যাহত, মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে তৈরি হওয়া অশান্তি এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে পুলিশি টহল এবং সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় হাসিনার সরকার।

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?