Homeখেলাধুলোক্রিকেটশনিবার মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইউনিসেফের উদ্যোগে ইডেনে এক অভিনব অনুশীলনে সাকিবরা

শনিবার মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইউনিসেফের উদ্যোগে ইডেনে এক অভিনব অনুশীলনে সাকিবরা

প্রকাশিত

কলকাতা: ইডেন গার্ডেন্সে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ শনিবার (২৮ অক্টোবর)। মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে, শুক্রবার ইডেনে এক অভিনব অনুশীলন সেরে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল, যা আগামীকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের লড়াইয়ের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে।

রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের মক্কায় খেলতে নামছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব-আল হাসানের নেতৃত্বে দলের ব্যাটার এবং বোলাররা কলকাতার বিভিন্ন স্কুলের জনা কুড়ি ছেলে ও মেয়ের সঙ্গে নেটে বোলিং ও ব্যাটিং প্র্যাকটিস করল। যাদের মধ্যে দু’জন মূক ও বধির।

জানা গিয়েছে, এই অভিনব অনুশীলন আয়োজিত হয়েছে আইসিসি (ICC) এবং ইউনিসেফ (UNICEF)-এর একটি যৌথ উদ্যোগে। যেখানে সাকিব-আল হাসান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি ক্রিকেটাররা ওই সব পড়ুয়াদের সঙ্গে নেট প্র্যাকটিসের পাশাপাশি তাদের সঙ্গে বিশেষ সময়ও কাটান। পড়ুয়াদের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সম্পর্কে টিপস দিতেও দেখা যায় বাংলাদেশের এই তারকা খেলোয়াড়দের। ভালবাসা ও আন্তরিকতা দিয়ে তাদের সঙ্গে মিশে গেলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ক্রিশ মানিক নামে এক অংশগ্রহণকারী পড়ুয়া জানায়, “আমি লিটন দাসের সঙ্গে দেখা করে খুব খুশি। তাঁকে আমরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে দেখেছি। গুরুত্বপূর্ণ টিপস ছাড়াও, আমরা তাঁর সঙ্গে ছবিও তুললাম। এই আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের সঙ্গে খেলা কতকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই”।

নতুন করে বলার নয়, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন এই আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা। আইসিসি এবং ইউনিসেফের এই ‘Cricket4good’ উদ্যোগ ছেলে-মেয়েদের মধ্যে সমতা আনার বার্তা দিচ্ছে। যাতে তারা সমাজজীবনে সমান ভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

যার অনুরণন শোনা গেল স্নেহা মণ্ডল নামে এক পড়ুয়ার কথায়। অনুশীলন শেষ সে বলে, “ছেলেদের সঙ্গে খেলতে পেরে ভালো লাগছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেললাম, এই অনুভূতি কোনো ছেলের থেকে কম নয়।”

তনিষা পাশোয়ান নামে এক স্কুল ছাত্রী জানায়, “ক্রিকেটারদের কাছে খেলার খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে অনেকটা জেনেছি। আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশেছেন ক্রিকেটাররা। ওঁদের ব্যবহারে আমরা মুগ্ধ।”

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

লন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

খবর অনলাইন ডেস্ক: সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিলীপ দোশী। মৃত্যুকালে ভারতের...

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

খবর অনলাইন ডেস্ক: একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে