Homeখবরবাংলাদেশবাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ চলছে, দু’দিনে গ্রেফতার ১৩০৮

বাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ চলছে, দু’দিনে গ্রেফতার ১৩০৮

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ (অপারেশন ডেভিল হান্ট) শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের দাবি, দেশে অশান্তি সৃষ্টি রুখতেই এই বিশেষ অভিযান। গত দু’দিনে অন্তত ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী ও সমর্থক বলে জানা গেছে।

কী এই ‘শয়তানের খোঁজ অভিযান’?

দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই এই অভিযান শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন দাবি করেছে, এক দল ষড়যন্ত্রী দেশকে অশান্ত করতে চাইছে। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও সন্ত্রাসের ছক কষছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীকেই ‘শয়তান’ হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।

কীভাবে শুরু হলো এই অভিযান?

এই অভিযানের সূত্রপাত ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা থেকে। কিছুদিন আগে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদনে’ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত সরকার।

এরপর গাজীপুরেও অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গেলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

তবে ছাত্র সংগঠনটির দাবি, তারা ডাকাতির ঘটনা রুখতে গিয়েছিল, তখনই তাদের উপর হামলা হয়। পুলিশ ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযানের বর্তমান পরিস্থিতি

শনিবার গাজীপুরে অভিযান চালিয়ে প্রথমে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার সারাদেশে অভিযানের মাত্রা আরও বাড়ানো হয়, যার ফলে দু’দিনে গ্রেফতার ১৩০৮ জনে পৌঁছেছে। অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কী বলছে সরকার?

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে। যতদিন না অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, ততদিন ‘শয়তানের খোঁজ’ অভিযান চলবে। গোয়েন্দা বিভাগকেও এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিযানের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে শান্তি ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।