ঢাকা: বাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ (অপারেশন ডেভিল হান্ট) শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের দাবি, দেশে অশান্তি সৃষ্টি রুখতেই এই বিশেষ অভিযান। গত দু’দিনে অন্তত ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী ও সমর্থক বলে জানা গেছে।
কী এই ‘শয়তানের খোঁজ অভিযান’?
দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই এই অভিযান শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন দাবি করেছে, এক দল ষড়যন্ত্রী দেশকে অশান্ত করতে চাইছে। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও সন্ত্রাসের ছক কষছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীকেই ‘শয়তান’ হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।
কীভাবে শুরু হলো এই অভিযান?
এই অভিযানের সূত্রপাত ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা থেকে। কিছুদিন আগে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদনে’ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত সরকার।
এরপর গাজীপুরেও অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গেলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
তবে ছাত্র সংগঠনটির দাবি, তারা ডাকাতির ঘটনা রুখতে গিয়েছিল, তখনই তাদের উপর হামলা হয়। পুলিশ ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযানের বর্তমান পরিস্থিতি
শনিবার গাজীপুরে অভিযান চালিয়ে প্রথমে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার সারাদেশে অভিযানের মাত্রা আরও বাড়ানো হয়, যার ফলে দু’দিনে গ্রেফতার ১৩০৮ জনে পৌঁছেছে। অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
কী বলছে সরকার?
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে। যতদিন না অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, ততদিন ‘শয়তানের খোঁজ’ অভিযান চলবে। গোয়েন্দা বিভাগকেও এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযানের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে শান্তি ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।