Homeখবরবাংলাদেশবাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ চলছে, দু’দিনে গ্রেফতার ১৩০৮

বাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ চলছে, দু’দিনে গ্রেফতার ১৩০৮

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে ‘শয়তানের খোঁজ অভিযান’ (অপারেশন ডেভিল হান্ট) শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের দাবি, দেশে অশান্তি সৃষ্টি রুখতেই এই বিশেষ অভিযান। গত দু’দিনে অন্তত ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী ও সমর্থক বলে জানা গেছে।

কী এই ‘শয়তানের খোঁজ অভিযান’?

দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই এই অভিযান শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন দাবি করেছে, এক দল ষড়যন্ত্রী দেশকে অশান্ত করতে চাইছে। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও সন্ত্রাসের ছক কষছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীকেই ‘শয়তান’ হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।

কীভাবে শুরু হলো এই অভিযান?

এই অভিযানের সূত্রপাত ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা থেকে। কিছুদিন আগে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদনে’ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত সরকার।

এরপর গাজীপুরেও অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গেলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

তবে ছাত্র সংগঠনটির দাবি, তারা ডাকাতির ঘটনা রুখতে গিয়েছিল, তখনই তাদের উপর হামলা হয়। পুলিশ ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অভিযানের বর্তমান পরিস্থিতি

শনিবার গাজীপুরে অভিযান চালিয়ে প্রথমে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার সারাদেশে অভিযানের মাত্রা আরও বাড়ানো হয়, যার ফলে দু’দিনে গ্রেফতার ১৩০৮ জনে পৌঁছেছে। অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কী বলছে সরকার?

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে। যতদিন না অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, ততদিন ‘শয়তানের খোঁজ’ অভিযান চলবে। গোয়েন্দা বিভাগকেও এই ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিযানের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে শান্তি ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।