Homeখবরবাংলাদেশরাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

প্রকাশিত

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। তাঁদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করেন নোবেলজয়ী সমাজকর্মী ইউনূস। তিনি যখন ভেতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরছেন, তখন বাইরে তাঁর বিরুদ্ধে চলছিল তীব্র প্রতিবাদ।

বিক্ষোভকারীদের অভিযোগ

বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে।

এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমরা অবৈধ ইউনূস জমানার বিরোধিতা করছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরা বাংলাদেশে অত্যাচারের শিকার হচ্ছেন।”

অন্য এক বিক্ষোভকারীর অভিযোগ, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। তাঁর দাবি, এই কারণে বহু সংখ্যালঘু মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

 রাষ্ট্রপুঞ্জে ইউনূসের বক্তব্য

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় নিজের বক্তৃতায় ইউনূস দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার চালাচ্ছে।

তিনি বলেন, “দলমত নির্বিশেষে, ঐকমত্যের ভিত্তিতেই গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ চলছে।”

ইউনূস আরও জানান, “গত বছর আমি এই মঞ্চে দাঁড়িয়েছিলাম সদ্য গণ-অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। আজ আমি সেই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি।”

রাষ্ট্রপুঞ্জের ভেতরে বাংলাদেশের অগ্রগতির বার্তা শোনালেও বাইরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ জানাল অন্য বাস্তবতার ছবি। একদিকে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও সংস্কারের দাবি, অন্যদিকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ—দুই চিত্রের সংঘাতে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে চাপে পড়লেন মুহাম্মদ ইউনূস।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।