Homeখবরবাংলাদেশরাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

প্রকাশিত

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশ। তাঁদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করেন নোবেলজয়ী সমাজকর্মী ইউনূস। তিনি যখন ভেতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরছেন, তখন বাইরে তাঁর বিরুদ্ধে চলছিল তীব্র প্রতিবাদ।

বিক্ষোভকারীদের অভিযোগ

বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন বাড়ছে।

এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমরা অবৈধ ইউনূস জমানার বিরোধিতা করছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরা বাংলাদেশে অত্যাচারের শিকার হচ্ছেন।”

অন্য এক বিক্ষোভকারীর অভিযোগ, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে। তাঁর দাবি, এই কারণে বহু সংখ্যালঘু মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

 রাষ্ট্রপুঞ্জে ইউনূসের বক্তব্য

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় নিজের বক্তৃতায় ইউনূস দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার চালাচ্ছে।

তিনি বলেন, “দলমত নির্বিশেষে, ঐকমত্যের ভিত্তিতেই গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ চলছে।”

ইউনূস আরও জানান, “গত বছর আমি এই মঞ্চে দাঁড়িয়েছিলাম সদ্য গণ-অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। আজ আমি সেই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি।”

রাষ্ট্রপুঞ্জের ভেতরে বাংলাদেশের অগ্রগতির বার্তা শোনালেও বাইরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ জানাল অন্য বাস্তবতার ছবি। একদিকে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও সংস্কারের দাবি, অন্যদিকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ—দুই চিত্রের সংঘাতে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে চাপে পড়লেন মুহাম্মদ ইউনূস।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেফতার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিলে গ্রেফতার হন সোনম ওয়াংচুক। পুলিশের অভিযোগ, পাকিস্তান যোগ ও উস্কানির কারণে পরিস্থিতি অশান্ত হয়েছে।

মোদীর হাত ধরে উদ্বোধন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক, ডিজিটাল ইন্ডিয়া পথে বড় পদক্ষেপ

ভারতের টেলিকম পরিকাঠামোয় ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক ও প্রায় ৯৭,৫০০ টাওয়ার। গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সংযোগ পাবে ২৬,৭০০ গ্রাম।

বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বেহালা-সরশুনায় জমা জলে দাঁড়িয়ে দোকান খোলার সময় প্রাণ হারালেন ৬৬ বছরের বৃদ্ধা। সিইএসসি-র ত্রুটিপূর্ণ তারকেই দায়ী করা হচ্ছে।

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮) শ্রীলঙ্কা:...

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।