Homeখবরবাংলাদেশকোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ অব্যাহত বাংলাদেশে, ১৯ জনের মৃত্যু, ইন্টারনেট বন্ধের অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ অব্যাহত বাংলাদেশে, ১৯ জনের মৃত্যু, ইন্টারনেট বন্ধের অভিযোগ

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে একজন সাংবাদিকও মারা গিয়েছেন বলে সে দেশের সাংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে। সাংবাদিকের শরীরে ছররা গুলির ক্ষত মিলেছে।

নিহতদের মধ্যে ছাত্র ছাড়াও ব্যবসায়ী বা রিক্সা চালকও রয়েছেন। তাঁরা এই চলমান সংঘর্ষের মধ্যে পড়ে মারা গিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

ঢাকার যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয় সকাল এগারোটা থেকে। ঢাকার আরও বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

ইন্টারনেট সার্ভিস ব্যাহত

বৃহস্পতিবার রাত নটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধের অভিযোগ উঠে। ব্রডহ্যান্ড বা মোবাইল কোনও ইন্টারনেট সার্ভিস পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে চলমান এই আন্দোলনে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত ছিল। যদিও সরকারি ভাবে এ নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

কড়া হুঁশিয়ারি পুলিশ কর্তার

পুলিশের গায়ে হাত দেওয়া হলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ। বৃহস্পতিবার তিনি যাত্রা বাড়ি এলাকা পরিদর্শনে যান। সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, “যারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, রাস্তায় আগুন লাগাচ্ছে- আমরা তাদের কাউকে ছাড় দেবো না”। তিনি আরও বলেন, “পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তারা যদি মনে করে এটা দুর্বলতা, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।” এই হিংসার জন্য তিনি সরাসরি জামাত ও বিএনপি-র দিকে আঙুল তোলেন।

বিটিভিতে আগুন

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগানোর অভিযোগ ওঠে। বেশ কয়েকজন কর্মী সেই সময় আটকা পড়ে যান। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতি বিটিভি তাদের সম্প্রচার বন্ধ রখেছে।

কোটা মামলার শুনানি রবিবার

কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে রবিবার। বর্তমান পরিস্থিতিতে শুনানি এগিয়ে আনার জন্য আবেদন করা হয়। এর আগে আবেদনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ঠিক ছিল।

বৈঠকে বসার আবেদন নাকচ

আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারকারীদের বৃহস্পতিবার বৈঠকে বসার আবেদন জানালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা নাকচ করে দিয়েছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি।তিনি লেখেন, শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে।

তার দাবি, “সকল ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ঢাকায় জয়শঙ্করের সফর ‘সৌজন্যমূলক’, রাজনৈতিক বার্তা খোঁজা ঠিক নয়: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

খালেদা জিয়ার জানাজায় ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরকে রাজনৈতিক বা আন্তঃরাষ্ট্রীয় বার্তা হিসেবে না দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশে আরও এক সংখ্যালঘু খুন; সহকর্মীর গুলিতে নিহত বজেন্দ্র বিশ্বাস, গ্রেপ্তার অভিযুক্ত আনসার সদস্য

ময়মনসিংহে পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত সংখ্যালঘু নাগরিক বজেন্দ্র বিশ্বাস। অভিযুক্ত আনসার সদস্য গ্রেপ্তার। তদন্তে নেমেছে পুলিশ।

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন; নিরাপত্তার কারণে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।