ঢাকা : আরও মজবুত হচ্ছে ওপার বাংলা এপার বাংলা সম্পর্ক। পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরির পরিকল্পনা ভারতের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা রিলায়েন্স গ্রুপের। আজ সোমবার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে একথা ঘোষণা করে রিলায়েন্স গ্রুপ। জানা যাচ্ছে, রিলায়েন্সের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের ঢাকার তথ্যকেন্দ্র আপাতত দেবে চিকিৎসা পরিষেবা।
কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ শেঠী বলেন, “রিলায়েন্স গ্রুপ ২০০৯ সালে ভারতের মুম্বাইতে অলাভজনক কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এখন হাসপাতালটি ভারতের অন্যতম সেরা হাসপাতাল ও স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান।”
সন্তোষ শেঠী বলেন, প্রতি বছর চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ছুটে আসেন ভারতে। মূলত ক্যানসার, শিশুদের হৃদরোগ, স্নায়ুরোগের রোগী বেশি আসেন চিকিৎসা করাতে। বাংলাদেশে চিকিৎসা পরিষেবা উন্নত হলে আরও কাউকেই ছুটে আসতে হবে না এতদূর।