Homeখবরবাংলাদেশশেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ, গ্রেফতারের উদ্দেশে তোড়জোড় ইউনূস সরকারের

শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ, গ্রেফতারের উদ্দেশে তোড়জোড় ইউনূস সরকারের

প্রকাশিত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে ‘রেড অ্যালার্ট’ জারির অনুরোধ। ইন্টারপোলকে এই অনুরোধ জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার আইসিটি-র তরফে এই পদক্ষেপ নেওয়া হল। এর উদ্দেশ্য হাসিনাকে গ্রেফতার করা।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুযায়ী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার জানিয়েছেন, গত রবিবার ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিস জারির অনুরোধ করা হয়েছে।

মোহাম্মদ তাজুল ইসলামের কথায়, “শেখ হাসিনা মানবতা-বিরোধী অপরাধে অভিযুক্ত এবং তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যেহেতু তিনি বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে চলে গিয়েছেন, তাই ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।”

শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে। গত ১৭ অক্টোবর আইসিটি হাসিনা, তাঁর দলের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এই মামলাগুলি দায়ের করেন নিহত ছাত্র নেতা মেহেদীর বাবা মোহাম্মদ সানাউল্লাহ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতা আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির।

এই মামলাগুলির মধ্যে শুধুমাত্র শেখ হাসিনা নন, তাঁর সরকারের মন্ত্রী, আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন শাখা সংগঠনের কিছু সদস্য ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি, আন্দোলনকারীদের খুনের অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন সহ চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিটি।

প্রসঙ্গত, এর আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘ফিনানশিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে না। তবে, আদালতের রায়ের পরে অপরাধী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে ফেরানোর চেষ্টা করবে সরকার।

আরও পড়ুন: বাংলাদেশে ট্রাম্প-সমর্থকদের গ্রেফতারের খবর নিয়ে শোরগোল, ভুয়ো বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

‘ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে’— যুক্তরাষ্ট্র সফরে বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যদি তাঁরা দেশ পরিচালনার সুযোগ পান, তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও জাতিগত ঐক্যের বিষয়েও স্পষ্ট অবস্থান জানান তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি’, জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানালেন আহ্বায়ক নাহিদ ইসলাম।