Homeখবরবাংলাদেশশেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশের চাপ বাড়ছে

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি, বাংলাদেশের চাপ বাড়ছে

প্রকাশিত

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি, কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে

ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। আজ কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। তবে, এই সিদ্ধান্তের পেছনে আইনি কারণ রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এরই মধ্যে বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দফতর হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে।

বাংলাদেশে চাপ বাড়ছে

দু’দিন আগেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে দেশে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান জানিয়েছেন, ভারত যদি হাসিনাকে না পাঠায়, তবে অনুমতি নিয়ে ভারতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভারতের অবস্থান

দিল্লির কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে, এই প্রত্যর্পণের দাবি একেবারেই আইনি বিষয়। কোনও অন্তর্বর্তী সরকার অন্য দেশের স্থায়ী সরকারের কাছে রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে, সমস্ত আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে হয়। বাংলাদেশের ‘নোট ভার্বাল’ চিঠির জবাব দেওয়া হবে, তবে সময় লাগবে। সেই কারণেই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

কেন মেয়াদ বাড়ল?

ভারতের ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর মাধ্যমে হাসিনার ভারতে থাকার কাগজপত্র বৈধ করা হয়েছে। তবে কত দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে, তা স্পষ্ট নয়। উল্লেখযোগ্য, ভারতে উদ্বাস্তু সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন না থাকায় এফআরআরও-র মাধ্যমে হাসিনাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশে পাসপোর্ট বাতিল

আজ বাংলাদেশের অভিবাসন দফতর হাসিনা-সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। জুলাই আন্দোলনে দমনপীড়নের অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে। যদিও শেখ হাসিনা ছাড়া বাকিদের নাম প্রকাশ করা হয়নি।

ভারত-বাংলাদেশ স্নায়ুযুদ্ধ

শেখ হাসিনাকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুর লড়াই আরও তীব্র হচ্ছে। নয়াদিল্লি বিষয়টিকে কূটনৈতিক চাপ না বলে, আইনি প্রক্রিয়া হিসেবে দেখছে। তবে, বাংলাদেশের পক্ষ থেকে সব আনুষ্ঠানিকতা পূর্ণ হয়নি বলে দাবি করেছে সাউথ ব্লকের একটি সূত্র।

পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। এখন দেখার, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কের উপর কতটা প্রভাব ফেলে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।