Homeশিল্প-বাণিজ্যএ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: এ বার প্যান (PAN) এবং আধার (Aadhaar) বাধ্যতামূলক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। ৩১ মার্চ, ২০২৩ দিনাঙ্কিত অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্যও আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ (Aadhaar enrollment slip) বাধ্যতামূলক হবে।

জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এ বার থেকে প্যান এবং আধার নম্বর, দুটোই জমা দিতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান স্কিম ইত্যাদির মতো পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করার জন্য অর্থমন্ত্রক প্যান এবং আধার নম্বর বাধ্যতামূলক করেছে।

পোস্ট অফিসের প্রকল্পগুলির অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বরটি কাছে না থাকে, তবে আবেদনকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ধারককে অ্যাকাউন্ট নম্বর খোলার তারিখ থেকে ছ’মাসের মধ্যে আধার নম্বর জমা করতে হবে যাতে সেটা স্বল্প সঞ্চয় প্রকল্পটির সঙ্গে লিঙ্ক করা যায়।

ছ’মাসের মধ্যে আবেদনকারী যদি আধার নম্বর জমা না করেন, তা হলে পোস্ট অফিসের প্রকল্পে করা বিনিয়োগ ফ্রিজ করা হবে। যদিও, আধার নম্বরটি জমা করার পরই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেটা পুনরায় চালু করাও সম্ভব।

জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় প্যান বা ফর্ম-৬০ জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দেওয়া হয়, তাহলে নিম্নলিখিত কোনো পরিস্থিতিতে দু’মাসের মধ্যে অবশ্যই জমা দিতে হবে:

১. অ্যাকাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে

২. যেকোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ এক লক্ষের বেশি

৩. এক মাসে অ্যাকাউন্ট থেকে তোলা এবং স্থানান্তরের পরিমাণ ১০ হাজার টাকার বেশি

এ ক্ষেত্রেও যদি প্যান জমা না করা হয়, তা হলে দু’মাসের মধ্যে অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিনিয়োগের সময় পোস্ট অফিস বা ব্যাঙ্ক এগুলি ছাড়া অন্যান্য নথিও চাইতে পারে। তবে এখন থেকে পোস্ট অফিসে বিনিয়োগের জন্য যে তিনটি নথি লাগবেই, সেগুলি হল- বিনিয়োগকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি, আধার নম্বর অথবা নথিভুক্তির স্লিপ এবং প্যান।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাস অপরিবর্তিত

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।