দুর্গাপুরের শোভাপুর এলাকার এক বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তরুণীর এক সহপাঠীও।
ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে যান। অভিযোগ, কয়েক জন যুবক তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করে। রাতেই সহপাঠীসহ তিন জনকে আটক করে পুলিশ।
কলেজের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে দুই রাজ্যে। দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন এবং ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাজিও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের