Home খবর বিদেশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার,লেবানন হয়ে ফেরানো হবে ভারতে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার,লেবানন হয়ে ফেরানো হবে ভারতে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে নিরাপদে ৭৫ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের সরকারের পতনের পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া নাগরিকরা ইতিমধ্যেই লেবাননে পৌঁছেছেন এবং সেখান থেকে বাণিজ্যিক উড়ানে দেশে ফেরানো হবে।

উদ্ধারকৃতদের মধ্যে ৪৪ জন জম্মু ও কাশ্মীরের ‘জায়েরিন’ (তীর্থযাত্রী) রয়েছেন, যারা সাইদা জাইনাবে আটকে পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় নাগরিকদের অনুরোধে এবং নিরাপত্তার মূল্যায়ন করে এই উদ্ধার অভিযান চালানো হয়। ভারতীয় দূতাবাসের দামেস্ক ও বৈরুত শাখার সমন্বয়ে এই অভিযান সফল হয়েছে।

তবে এখনও কিছু ভারতীয় নাগরিক সিরিয়ায় রয়েছেন। তাদেরকে দামেস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩ (হোয়াটসঅ্যাপও করা যাবে) এবং ইমেল hoc.damascus@mea.gov.in-এ যোগাযোগ করা যাবে।

এদিকে, বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতৃত্বে ১২ দিনের দ্রুতগতির অভিযানের পর রবিবার সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে। পাঁচ দশক ধরে চলা আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। আসাদ, যিনি ক্রেমলিনের ‘বন্ধু’ বলে পরিচিত, দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version