Homeখবরবিদেশট্রাম্পের উপর গুলি চালানোর নিন্দায় বাইডেন থেকে ওবামা, মোদী থেকে রাহুল  

ট্রাম্পের উপর গুলি চালানোর নিন্দায় বাইডেন থেকে ওবামা, মোদী থেকে রাহুল  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক-হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আমেরিকার অন্য নেতারা। নিন্দা করেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

বাইডেন ছিলেন ডেলাওয়ারের রেহোবথ সৈকতে। তাঁকে পুরো ঘটনা জানান সিক্রেট সার্ভিসের আধিকারিকরা, স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব এবং স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা। ঘটনার পরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। তিনি পেনসিলভানিয়ার গভর্নর এবং বাটলারের মেয়রের সঙ্গেও কথা বলেন।

হোয়াইট হাউসে ফেরার আগে বাইডেন বলেন, “আমেরিকায় এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। কেমন যেন লাগে। এই সব কারণেই আমাদের দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সব ধরনের ঘটনা আমরা ঘটতে দিতে পারি না। আমরা এরকম হতে পারি না। এসব আমরা ক্ষমা করতে পারি না।”

মার্কিন প্রেসিডেন্ট তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি চালানোর ঘটনা সম্পর্কে আমাকে সব জানানো হয়েছে। উনি নিরাপদ আছেন, সুস্থ আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি। আরও খবরের অপেক্ষায় আছে। তাঁকে নিরাপদে রাখার জন্য সিক্রেট সার্ভিসের কাছে আমি আর জিল (বাইডেনের স্ত্রী) কৃতজ্ঞ। এ ধরনের হিংসার কোনো জায়গা নেই আমেরিকায়। এই ঘটনার নিন্দা করার জন্য একটি জাতির মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

ঘটনার নিন্দা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তিনি ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “‘পেনসিলভানিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আমাকে জানানো হয়েছে। তিনি গুরুতর আঘাত পাননি জেনে আমি আর ডাউগ (কমলার স্বামী) খুব হালকা হয়েছি। ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য, যাঁরা আহত হয়েছেন তাঁদের জন্য এবং এই অবিবেচক গুলি চালানোর ঘটনার প্রভাব যাঁদের উপর পড়েছে, তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকার সিক্রেট সার্ভিস, সমস্ত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের দেশে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। আমাদের সকলের এই ঘৃণ্য কাজের নিন্দা করতে হবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আর নতুন করে কোনো হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’’

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। ঠিক কী ঘটেছে, আমরা এখনও স্পষ্ট করে জানি না। তবে এটুকু জেনে আমাদের আশ্বস্ত হওয়া উচিত যে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প যে গুরুতর ভাবে জখম হননি। এই মুহূর্তটিকে আমরা ব্যবহার করি সুনাগরিকত্বে আমাদের আস্থা এবং রাজনীতিতে আমাদের শ্রদ্ধা ব্যক্ত করার জন্য।” মিশেল (ওবামার স্ত্রী) এবং আমি ট্রাম্পের দ্রুত সুস্থ কামনা করছি।’’

নিন্দা ও উদ্বেগ মোদী, রাহুলের

‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রবিবার সকালে ‘এক্স’ হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘‘আমার বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের জন্য, যাঁরা জখম হয়েছেন তাঁদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’’

উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার চেষ্টায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। যতটা সম্ভব কড়া ভাষায় এই ধরনের ঘটনার নিন্দা করতে হবেই। ওঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’’

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের ডান কানে লেগে বেরিয়ে গেল গুলি, বন্দুকবাজ-সহ ২ জন নিহত

সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...