Homeখবরবিদেশট্রাম্পের উপর গুলি চালানোর নিন্দায় বাইডেন থেকে ওবামা, মোদী থেকে রাহুল  

ট্রাম্পের উপর গুলি চালানোর নিন্দায় বাইডেন থেকে ওবামা, মোদী থেকে রাহুল  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক-হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আমেরিকার অন্য নেতারা। নিন্দা করেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

বাইডেন ছিলেন ডেলাওয়ারের রেহোবথ সৈকতে। তাঁকে পুরো ঘটনা জানান সিক্রেট সার্ভিসের আধিকারিকরা, স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব এবং স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা। ঘটনার পরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। তিনি পেনসিলভানিয়ার গভর্নর এবং বাটলারের মেয়রের সঙ্গেও কথা বলেন।

হোয়াইট হাউসে ফেরার আগে বাইডেন বলেন, “আমেরিকায় এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। কেমন যেন লাগে। এই সব কারণেই আমাদের দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সব ধরনের ঘটনা আমরা ঘটতে দিতে পারি না। আমরা এরকম হতে পারি না। এসব আমরা ক্ষমা করতে পারি না।”

মার্কিন প্রেসিডেন্ট তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি চালানোর ঘটনা সম্পর্কে আমাকে সব জানানো হয়েছে। উনি নিরাপদ আছেন, সুস্থ আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য এবং সমাবেশে যাঁরা ছিলেন তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি। আরও খবরের অপেক্ষায় আছে। তাঁকে নিরাপদে রাখার জন্য সিক্রেট সার্ভিসের কাছে আমি আর জিল (বাইডেনের স্ত্রী) কৃতজ্ঞ। এ ধরনের হিংসার কোনো জায়গা নেই আমেরিকায়। এই ঘটনার নিন্দা করার জন্য একটি জাতির মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

ঘটনার নিন্দা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। তিনি ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “‘পেনসিলভানিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আমাকে জানানো হয়েছে। তিনি গুরুতর আঘাত পাননি জেনে আমি আর ডাউগ (কমলার স্বামী) খুব হালকা হয়েছি। ওঁর জন্য, ওঁর পরিবারের জন্য, যাঁরা আহত হয়েছেন তাঁদের জন্য এবং এই অবিবেচক গুলি চালানোর ঘটনার প্রভাব যাঁদের উপর পড়েছে, তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকার সিক্রেট সার্ভিস, সমস্ত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের দেশে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। আমাদের সকলের এই ঘৃণ্য কাজের নিন্দা করতে হবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আর নতুন করে কোনো হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’’

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। ঠিক কী ঘটেছে, আমরা এখনও স্পষ্ট করে জানি না। তবে এটুকু জেনে আমাদের আশ্বস্ত হওয়া উচিত যে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প যে গুরুতর ভাবে জখম হননি। এই মুহূর্তটিকে আমরা ব্যবহার করি সুনাগরিকত্বে আমাদের আস্থা এবং রাজনীতিতে আমাদের শ্রদ্ধা ব্যক্ত করার জন্য।” মিশেল (ওবামার স্ত্রী) এবং আমি ট্রাম্পের দ্রুত সুস্থ কামনা করছি।’’

নিন্দা ও উদ্বেগ মোদী, রাহুলের

‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রবিবার সকালে ‘এক্স’ হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘‘আমার বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের জন্য, যাঁরা জখম হয়েছেন তাঁদের জন্য এবং সর্বোপরি আমেরিকার মানুষের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল।’’

উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার চেষ্টায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। যতটা সম্ভব কড়া ভাষায় এই ধরনের ঘটনার নিন্দা করতে হবেই। ওঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’’

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের ডান কানে লেগে বেরিয়ে গেল গুলি, বন্দুকবাজ-সহ ২ জন নিহত

সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।