শনিবার আমেরিকার পেনসিলভানিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সভায় গুলি চলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ট্রাম্প সভায় ভাষণ দেওয়ার সময় গুলি চলে এবং আমেরিকান সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তাঁকে সুরক্ষিত করে গাড়িতে নিয়ে যান।
গুলির সময়, ট্রাম্পের মুখে রক্ত এবং তিনি মুষ্টিবদ্ধ হাতে সমর্থকদের উদ্দীপিত করতে দেখা গেছেন। ঘটনার সময় তার ডান কান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, কারণ গুলি তার ডান কানের উপরের অংশ ছুঁয়ে চলে গিয়েছিল। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ঘটনাস্থলে হামলাকারী সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে।
এই ঘটনার ফলে আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে। ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আহত ট্রাম্পের মুষ্টিবদ্ধ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইনিই সেই যোদ্ধা, যাঁর আমেরিকার প্রয়োজন।’
সমবেত জনতার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে ট্রাম্প চিৎকার করে বললেন, ‘ফাইট’, ‘ফাইট’, ‘ফাইট’
চাপে বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি নিন্দা করে বলেন, “আমেরিকায় এই ধরনের রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই।” তিনি রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে তিনি পরে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। বাইডেনের নির্বাচনী প্রচারে সমস্ত রাজনৈতিক সভায় আপাতত স্থগিত করেছে এবং টেলিভিশন বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে।
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার এই হিংসার নিন্দা জানিয়েছেন এবং ট্রাম্পের আঘাত গুরুতর না হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
তবে, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ সহযোগী এবং সমর্থকরা এই হিংসার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করছেন। রিপাবলিকান পার্টির এক নেতা সোশ্যাল মিডিয়া এক্সে বাইডেনের বিরুদ্ধে ‘হত্যার প্ররোচনা’ দেওয়ার অভিযোগ তুলেছেন। সিনেটর জেডি ভ্যান্স, যাঁকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, তিনি বলেন, বাইডেনের প্রচারের ভাষণ সরাসরি এই ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই ঘটনার ফলে আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং এটি আসন্ন নির্বাচনের গতিপ্রকৃতি পরিবর্তন করতে পারে।
এলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি সমর্থন করছি এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024