Home খবর বিদেশ কাজাখস্তানে ভেঙে পড়ল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান

কাজাখস্তানে ভেঙে পড়ল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান

কাজাখস্তান: আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ভেঙে পড়ল। বিমানটিতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকজন যাত্রী বেঁচে আছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে।

এম্ব্রায়ার ১৯০ মডেলের বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনার আগে বিমানটি আকতাউ বিমানবন্দরের কাছাকাছি এসে বেশ কয়েকবার চক্কর কাটে এবং জরুরি অবতরণের অনুমতি চায়। শেষ মুহূর্তে বিমানটি উচ্চতা হারিয়ে ডানদিকে কাত হয়ে খোলা মাঠে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়।

বিমান দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে দ্রুত উচ্চতা হারায়। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। কিছু যাত্রীকে বিমানের পেছনের জরুরি নির্গমন পথ দিয়ে বের হতে দেখা যায়।
FlightRadar24-এর তথ্য অনুযায়ী, বিমানটি কাস্পিয়ান সাগরের উপর দিয়ে উড়ে রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এরপর গ্রোজনির বিমানবন্দর এলাকায় কয়েকবার চক্কর কাটে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। স্থানীয় সময় সকাল ১১টা ৫৮ মিনিটে (ইউটিসি ৬টা ২৮ মিনিটে) বিমানটি আকতাউ বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি আকতাউ শহরের পূর্বদিকে কাস্পিয়ান সাগরের তীরে প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করে। আকতাউ শহরটি মূলত তেল ও গ্যাস শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কাজাখস্তানের জরুরি মন্ত্রক জানিয়েছে, উদ্ধার কার্যক্রম চলছে এবং যাত্রীদের অবস্থা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version