কলকাতা: ডিসেম্বরের শেষ হলেও বড় শীতের কোনও লক্ষণ নেই পশ্চিমবঙ্গে। মেঘলা আবহাওয়া এবং উত্তর ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে আসা ঠান্ডা বাতাস দক্ষিণবঙ্গ পর্যন্ত পৌঁছতে পারছে না। পশ্চিমী ঝঞ্ঝাগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটালেও সেই শৈত্যপ্রবাহ বাংলায় আসার পথেই বাধা পাচ্ছে।
বর্তমানে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দফতরের মতে, ডিসেম্বরের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদরা আশা করছেন, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে বড় ঠান্ডার সম্ভাবনা তৈরি হতে পারে। তখন উত্তুরে হাওয়া শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে। সেই সঙ্গে হিমালয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের তীব্রতাও শীতল আবহাওয়ার পরিবেশ তৈরি করবে।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শীতের দেরিতে শুরু হওয়া শীতকালীন ফসলের জন্য মিশ্র প্রভাব ফেলতে পারে। তবে জানুয়ারিতে যথেষ্ট ঠান্ডা পড়লে সর্ষে, গম এবং অন্যান্য রবি শস্য উৎপাদনে ভালো ফল আশা করা যায়।