Homeখবরবিদেশঅরুণাচল সীমান্তে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করল চিন

অরুণাচল সীমান্তে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প শুরু করল চিন

প্রকাশিত

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করল চিন। শনিবার তিব্বতের নিয়িংচি শহরে ব্রহ্মপুত্র নদের উপর ‘মেইনলিং হাইড্রোপাওয়ার স্টেশন’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সরকারি সংবাদ সংস্থা ‘শিনহুয়া’র খবর অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ১৬৭.৮ বিলিয়ন ডলার খরচ হবে।

প্রকল্পটি তিব্বতের ইয়ারলুং জাংবো (ভারতের ব্রহ্মপুত্র) নদীর নিম্নপ্রবাহে অবস্থিত। নির্মাণের স্থান ভারতের অরুণাচল সীমান্তের একেবারে কাছেই। প্রকল্পটিকে ঘিরে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশই ব্রহ্মপুত্র নদে নিম্ন অববাহিকায় অবস্থিত হওয়ায়, এই বাঁধের জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রভাব তাঁদের উপর পড়তে পারে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, প্রকল্পে মোট ৫টি ক্যাসকেড হাইড্রোপাওয়ার স্টেশন নির্মিত হবে। ২০২৩ সালের এক রিপোর্ট অনুসারে, এই প্রকল্প থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা ৩০০ মিলিয়ন মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে।

চিন জানিয়েছে, এই প্রকল্পের বিদ্যুৎ মূলত দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, যদিও তিব্বতের স্থানীয় প্রয়োজনও এতে মেটানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না-সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত এই প্রকল্প নিয়ে চিনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিল। পরে বাংলাদেশও একই দাবি তোলে। নদীর স্বাভাবিক গতি ও ভাটির দেশের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক নিয়মকানুন মেনে কাজ চালানোর আহ্বান জানিয়েছে দুই দেশই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।