ওয়াশিংটন: ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ খবর। মার্কিন প্রতিনিধিসভার (ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) ‘ইন্ডিয়া ককাস’-এর যুগ্ম প্রধান মাইক ওয়ালৎস ডোনাল্ড ট্রাম্পের জাতীয় উপদেষ্টা হচ্ছেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশাসন এই কথা ঘোষণা করেছেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ৫০ বছরের মাইক ওয়ালৎস ২০১৯ থেকে মার্কিন প্রতিনিধিসভার সদস্য। তিনি ফ্লোরিডা থেকে নির্বাচিত হন। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদেশনীতির কড়া সমালোচক মাইক ওয়ালৎস। ওয়ালৎস এখন প্রতিনিধিসভার সশস্ত্র বাহিনী কমিটি (আর্মড্ ফোর্সেস কমিটি), বিদেশ বিষয়ক কমিটি (ফরেন অ্যাফেয়ার্স কমিটি) এবং গোয়েন্দা কমিটিতে (ইন্টেলিজেন্স কমিটি) রয়েছেন।
ইউক্রেনকে বেশি করে সমর্থন জানানোর জন্য মাইক ওয়ালৎস ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমেরিকা আরও সক্রিয় হোক। এই বিষয়টি ভাবী প্রেসিডেন্টের বিদেশনীতিরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ২০২১ সালে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সরে আসার যে সিদ্ধান্ত নেন, তারও কড়া সমালোচক ছিলেন ওয়ালৎস।
ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুত তাঁর প্রশাসনিক আধিকারিকদের নাম ঘোষণা করছেন। তাঁর ‘হোয়াইট হাউস চিফ অফ স্টাফ’ হয়েছেন সুসান উইলস। ওই পদে এই প্রথম একজন মহিলা বসছেন। অন্যান্য নিয়োগের মধ্যে রয়েছেন স্টিফেন মিলার। তিনি হতে চলেছেন ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা। এই মিলার এইচ-১বি (H-1) ভিসা কর্মসূচির একজন কড়া সমালোচক।