খবর অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচারের সময় ইঙ্গিতটা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটিই বাস্তবায়িত করলেন। ‘সরকারি দক্ষতা’ বিভাগটি (ডিপার্ট্মেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি) পরিচালনা করবেন এলন মাস্ক এবং বিবেক রামস্বামী। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেছেন।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এলন মাস্ক বিখ্যাত প্রজুক্তিবিদ এবং বিনিয়োগকারী। তিনি টেসলার সিইও। একই সঙ্গে তাঁর মালিকানা রয়েছে ‘এক্স’ কর্পোরেশনে (পূর্বতন টুইটার)। জড়িয়ে রয়েছেন মহাকাশযান কোম্পানি ‘স্পেসএক্স’-এর সঙ্গেও।
ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী শিল্পপতির পাশাপাশি রাজনীতিবিদও। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘রইভ্যান্ট সায়েন্সেস’-এর প্রতিষ্ঠাতা। তিনি রিপাবলিকান পার্টির সঙ্গে জড়িত।
মাস্ক ও রামস্বামীর নতুন দায়িত্বের কথা ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই দুই বিস্ময়কর আমেরিকান আমার প্রশাসনে সরকারি আমলাতন্ত্র ভেঙে দেওয়ার পথ প্রশস্ত করবেন, বাড়তি সব নিয়মবিধি ছাঁটাই করবেন, যে সব খরচায় অপচয় হয় সে সব খরচা কাটছাঁট করবেন, এবং ফেডারেল এজেন্সিগুলো পুনর্গঠন করবেন – ‘আমেরিকা বাঁচাও’ আন্দোলনের জন্য যা প্রয়োজন, সে সব ওঁরা দু’জন।”
ট্রাম্পের মতে, সরকারে যে ‘বিশাল অপচয় আর জালিয়াতি’ হয় সে সব দূর করবেন মাস্ক ও রামস্বামী। তাঁর আশা, আমেরিকানরা জীবন আরও উন্নত করবেন ওঁরা।