Homeখবরবিদেশরাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প

প্রকাশিত

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। এর আগে সোমবার, ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনকে সদস্যপদ না দেওয়ার ব্যাপারে ন্যাটোকে ‘লৌহ কঠিন’ গ্যারান্টি দিতে হবে এবং ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা দেখতে চাই, এই যুদ্ধ বন্ধ করা সম্ভব কিনা। হয়তো পারব, হয়তো পারব না। তবে আমি মনে করি, ভালো সম্ভাবনা রয়েছে। আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। গত সপ্তাহে এ বিষয়ে অনেক কাজ হয়েছে।”

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাতে সম্মতি জানিয়েছেন। রাশিয়াও নীতিগতভাবে এ প্রস্তাব মেনে নিয়েছে। তবে পুতিন বলেছেন, চুক্তি স্বাক্ষর করার আগে কিছু শর্ত পূরণ করতে হবে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো জানান, যেকোনো স্থায়ী শান্তিচুক্তিতে মস্কোর নিরাপত্তা চাহিদা অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি বলেন, “আমরা চাই, কঠোর নিরাপত্তার নিশ্চয়তা এই চুক্তির অংশ হোক।”

গ্রুশকো আরও বলেন, “এই নিরাপত্তা নিশ্চয়তার মধ্যে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান এবং ন্যাটোর সদস্যপদ প্রত্যাখ্যানের বিষয়টি থাকতে হবে।”

মার্কিন শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় পুতিন বলেন, “আমরা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ধারণাকে অবশ্যই সমর্থন করি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে।”

১৪ মার্চ ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি আশা করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুবই ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের। আমি মনে করি, এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

পুতিন যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে মার্কিন দূত স্টিভ উইটকফের মাধ্যমে ট্রাম্পকে বার্তা পাঠিয়েছেন এবং বলেছেন যে একটি সমঝোতা হওয়ার বিষয়ে তিনি ‘সতর্ক আশাবাদী’।

এ দিকে, জেলেনস্কি এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করলেও পুতিনের শর্ত আরোপের সমালোচনা করেছেন। তিনি বলেন, “পুতিন আসলে ট্রাম্পকে সরাসরি বলতে ভয় পাচ্ছেন যে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। তাই মস্কো যুদ্ধবিরতির ধারণাকে এমন সব শর্তে ঘিরে ফেলছে, যাতে হয় এটি ব্যর্থ হয়, নয়তো দীর্ঘায়িত হয়।”

জেলেনস্কি আরও বলেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না এবং রাশিয়াকে দখল করা ভূখণ্ড ফেরত দিতেই হবে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং ২০২২ সালের আক্রমণের পর থেকে চারটি পূর্ব ইউক্রেনীয় অঞ্চলের বেশিরভাগই নিয়ন্ত্রণে রেখেছে।

ট্রাম্প বলেন, “আমরা ভূখণ্ড নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করব।”

এর আগে, সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা দীর্ঘ বৈঠক করেন, যেখানে উভয় দেশ সম্পর্ক মেরামতের বিষয়ে একমত হয়। প্রথম পদক্ষেপ হিসেবে ইউক্রেন যুদ্ধ শেষ করার কথা বলা হয়। তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই আলোচনার ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া নেওয়া কোনো সিদ্ধান্তই গ্রহণযোগ্য নয়।

এরপর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তীব্র বাকযুদ্ধ শুরু হয়। এমনকি ট্রাম্প জেলেনস্কিকে এক পর্যায়ে ‘স্বৈরাচারী’ বলেও অভিহিত করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হোয়াইট হাউসে হওয়া এক বৈঠকের পর জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়।

তবে পরে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি নিজের মনোভাব কিছুটা নমনীয় করলেও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আক্রমণ চালিয়ে যাচ্ছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।