রাজ্য যখন তাপপ্রবাহে ফুটছে, তখন বিপরীত ছবি দুবাইতে। মঙ্গলবার এক দিন সারা বছরের মতো বৃষ্টি হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত ডুবে যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। শহরের রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের।
জল জমে থাকার জন্য বিমানবন্দরে প্রায় আধ ঘণ্টা বিমান চালচল বন্ধ ছিল।
বিমানবন্দরে মঙ্গলবার মাত্র ১২ ঘন্টায় প্রায় ১০০ মিমি এবং ২৪ ঘন্টায় মোট ১৬০ মিমি বৃষ্টি হয়েছে। গড়ে, দুবাই শহরে এক বছরে প্রায় ৮৮.৯ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।
বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ভ্রমণকারীদের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’ফ্লাইট স্ট্যাটাস চেক করতে … এবং বিমানবন্দরে অতিরিক্ত ভ্রমণের সময় দিতে।’
Dubai Airport right now
— Mr. Haque (@MrHaque_) April 17, 2024
Dubai is underwater and is on
The biggest flood since 1999
Reason? pic.twitter.com/dKtUro0d1M
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে রানওয়ে পুরোপুরি ডুবে গেছে। বৃহৎ যাত্রীবাহী বিমানগুলি যখন প্লাবিত রানওয়ে ধরে চলেছিল তখন তাদের দেখতে অনেকটা নৌকার মতো লাগছিল।
এই বৃষ্টির জন্য মঙ্গলবার ভারত, পাকিস্তান, সৌদি এবং যুক্তরাজ্য সহ অন্যান্য গন্তব্যগুলিতে কয়েক ডজন ফ্লাইট দেরিতে রাওনা দিয়েছে বা বাতিল করেছে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে যে প্রতিকূল আবহাওয়ার কারণে একাধিক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।
CLOUD SEEDING GONE WRONG IN DUBAI pic.twitter.com/cG6USLAVZw
— The Sacred Blue Tent (@SabrinaGal182) April 17, 2024
মঙ্গলবার সকালে, সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) জাতীয় আবহাওয়া কেন্দ্র দুবাই, আবুধাবি এবং শারজা সহ দেশের বড় অংশের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। দুবাই পুলিশ জল জমে থাকার কারণে শহরের কিছু রাস্তা এড়াতে নির্দেশিকা জারি করেছে।