Homeখবরবিদেশ'গাজা প্যালেস্তেনীয়দের সম্পত্তি', ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কড়া বিরোধিতা চিনের

‘গাজা প্যালেস্তেনীয়দের সম্পত্তি’, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কড়া বিরোধিতা চিনের

প্রকাশিত

ফের এক বার প্যালেস্তেনীয়দের জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করল চিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বুধবার এই প্রতিক্রিয়া দেয় বেজিং।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানান, “গাজা প্যালেস্তেনীয়দের অঞ্চল এবং এটি প্যালেস্তাইনের অবিচ্ছেদ্য অংশ… আমরা গাজার জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে ‘বসবাসের অযোগ্য’ আখ্যা দিয়ে সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করেছেন। যার মধ্যে রয়েছে হোটেল ও অফিস নির্মাণ। তবে, এই পরিকল্পনার অংশ হিসেবে গাজার বর্তমান বাসিন্দাদের জর্ডন বা মিসরের মতো প্রতিবেশী দেশে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, জর্ডন ও মিসর উভয়েই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে অন্যান্য আন্তর্জাতিক নেতারাও সমালোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ এই প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়াও ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে একে ‘হত্যা ও ডাকাতির’ পরিকল্পনা বলে মন্তব্য করেছে।

এ দিকে, আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত বুধবার স্পষ্টভাবে গাজা ও পশ্চিম তীর থেকে প্যালেস্তেনীয়দের বাস্তুচ্যুতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতা করার সময় তিনি বলেন, “আজ গাজায় যে ঘটনা ঘটছে, আগামী দিনে তা পশ্চিম তীরে ঘটানোর চেষ্টা হবে। মূল উদ্দেশ্য হল প্যালেস্তাইন থেকে তার ঐতিহাসিক অধিবাসীদের থেকে বিতাড়ন করা।”

তিনি আরও বলেন, “আরব বিশ্ব এই ধারণার বিরুদ্ধে ১০০ বছর ধরে লড়াই করেছে এবং এখনও তা মেনে নেওয়া সম্ভব নয়।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...