Homeখবরবিদেশ'গাজা প্যালেস্তেনীয়দের সম্পত্তি', ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কড়া বিরোধিতা চিনের

‘গাজা প্যালেস্তেনীয়দের সম্পত্তি’, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কড়া বিরোধিতা চিনের

প্রকাশিত

ফের এক বার প্যালেস্তেনীয়দের জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করল চিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বুধবার এই প্রতিক্রিয়া দেয় বেজিং।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানান, “গাজা প্যালেস্তেনীয়দের অঞ্চল এবং এটি প্যালেস্তাইনের অবিচ্ছেদ্য অংশ… আমরা গাজার জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে ‘বসবাসের অযোগ্য’ আখ্যা দিয়ে সেখানকার উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা করেছেন। যার মধ্যে রয়েছে হোটেল ও অফিস নির্মাণ। তবে, এই পরিকল্পনার অংশ হিসেবে গাজার বর্তমান বাসিন্দাদের জর্ডন বা মিসরের মতো প্রতিবেশী দেশে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, জর্ডন ও মিসর উভয়েই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে অন্যান্য আন্তর্জাতিক নেতারাও সমালোচনা করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ এই প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়াও ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে একে ‘হত্যা ও ডাকাতির’ পরিকল্পনা বলে মন্তব্য করেছে।

এ দিকে, আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত বুধবার স্পষ্টভাবে গাজা ও পশ্চিম তীর থেকে প্যালেস্তেনীয়দের বাস্তুচ্যুতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতা করার সময় তিনি বলেন, “আজ গাজায় যে ঘটনা ঘটছে, আগামী দিনে তা পশ্চিম তীরে ঘটানোর চেষ্টা হবে। মূল উদ্দেশ্য হল প্যালেস্তাইন থেকে তার ঐতিহাসিক অধিবাসীদের থেকে বিতাড়ন করা।”

তিনি আরও বলেন, “আরব বিশ্ব এই ধারণার বিরুদ্ধে ১০০ বছর ধরে লড়াই করেছে এবং এখনও তা মেনে নেওয়া সম্ভব নয়।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।