ব্রাজিল : ছবিটা একেবারে পরিষ্কার। দেখা যাচ্ছে ব্রাজিলের জাতীয় পতাকার রং এর সঙ্গে মিলিয়ে হলুদ এবং সবুজ রঙের পোশাক পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। পুলিশের বাঁধাককে ব্রাজিলের সাংসদ ভবন প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্ট ভবনে ভেতরে ঢুকে তান্ডব চালালো বহু মানুষ। ধ্বংসলীলা চালানো হলো সুপ্রিম কোর্টের ভিতরে। বিক্ষোভকারীরা ঢুকলেন সংসদ ভবনসহ প্রেসিডেন্টের বাসভবন চত্বরে। যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ব্যবহার করতে হল ঘোড়সওয়ার পুলিশ, টিয়ার গ্যাস বোমা, হেলিকপ্টার।
এই তান্ডব লীলাকে লুইজ ইনাসিও লুলা দয় সিলভা আসিস্ট আক্রমণ বলে সমালোচনা করা হয়েছে। ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর উগ্র সমর্থকরা চালাই এই তান্ডব। যদিও নিজের সমর্থকদের এই তাণ্ডবকে সমর্থন করেননি বলসোনারো। যদিও এই ঘটনার সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দেশের দক্ষিণ পূর্বের বন্যাকবলিত শহর আরারাকোয়ারাতে ছিলেন। আর পরিস্থিতি সামাল দিতেই এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে বিশেষ ক্ষমতা দিয়ে একটি নির্দেশ নামায় সই করে দেন তিনি। রবিবারের এই ঘটনার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা জানালেন, ” এই ফ্যায়াসিস্ট উগ্রবাদীরা যা ঘটিয়েছে, দেশের ইতিহাসে কখনো তা দেখা যায়নি।”
যদিও এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ঠেকাতে প্রথমে ব্রাজিলিয়ার থ্রি পাওয়ার স্কয়ারের ব্যারিকেড তৈরি করে পুলিশ। সেই ব্যারিকেড ভেঙেই সাংসদ ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এরপরেই আলাদা পন্থা ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যেখানে পুলিশকে ব্যবহার করা হয় ঘোড়সওয়ার পুলিশ, টিয়ার গ্যাস বোমা এবং হেলিকপ্টার।