Home খবর বিদেশ ২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

0

আমেরিকায় নাগরিকত্ব পাওয়ায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ভারত। মার্কিন কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ৬৫,৯৬০ জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। যার ফলে মেক্সিকোর পরেই আমেরিকাতে নতুন নাগরিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হল ভারত।

মার্কিন জনগণনা ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লক্ষ বিদেশী বংশোদ্ভূত ব্যক্তি সে দেশে বসবাস করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের গত ১৫ এপ্রিলের সর্বশেষ ‘ইউএস ন্যাচারালাইজেশন পলিসি’ প্রতিবেদনে ২০২২ অর্থবছরে ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন আমেরিকার নাগরিক হয়েছেন।

মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আমেরিকায় সর্বাধিক সংখ্যক নাগরিকত্ব নিয়েছে, তারপরে ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের লোকেরা এই তালিকায় রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআরএস জানিয়েছে, ২০২২ সালে ১ লাখ ২৮ হাজার ৮৭৮ জন মেক্সিকান মার্কিন নাগরিক হয়েছেন। এরপর রয়েছে ভারত (৬৫ হাজার ৯৬০), ফিলিপাইন (৫৩ হাজার ৪১৩), কিউবা (৪৬ হাজার ৯১৩), ডোমিনিকান রিপাবলিক (৩৪ হাজার ৫২৫ জন), ভিয়েতনাম (৩৩ হাজার ২৪৬) ও চীন (২৭ হাজার ০৩৮)।

আরও পড়ুন। টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সিআরএস প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালের হিসাবে, ২,৮৩১,৩৩০ জন বিদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভারত থেকে এসেছিলেন, যা মেক্সিকোর ১০,৬৩৮,৪২৯ এর পরে দ্বিতীয় সর্বোচ্চ। মেক্সিকো ও ভারতের পরেই রয়েছে চীন, ২২ লাখ ২৫ হাজার ৪৪৭ জন বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

তবে সিআরএসের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের মধ্যে ৪২ শতাংশই বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার অযোগ্য। ২০২৩ সালের হিসাবে, গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) এ থাকা প্রায় ২৯০,০০০ ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিক সম্ভাব্য নাগরিকত্বের জন্য যোগ্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version