Home খবর দেশ টাকার নোটে লেখালেখি ? বৈধ না অবৈধ ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক...

টাকার নোটে লেখালেখি ? বৈধ না অবৈধ ? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

0

নয়া দিল্লি : কর্মক্ষেত্র হোক কিংবা শখ অনেকেরই অভ্যাস রয়েছে নতুন কিংবা পুরনো টাকার নোটের উপর পেন্সিল কিংবা কলম দিয়ে লেখালেখি। সেই নোট ছড়িয়ে যাচ্ছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে। কেউ একজন লিখছে তো সেই নোট কার হাতে পড়ছে শেষ পর্যন্ত তার সীমার অবশেষে নাই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক বার্তা। সেই বার্তায় বলা হয়েছে টাকার নোটের উপরে কিছু লেখা থাকলে সেই নোটটি অবৈধ বলে গণ্য করা হবে। যেটি আর বাজারে চলবে না। এই বার্তার পর একপ্রকার হুড়োহুড়ি লেগে গিয়েছে বিভিন্ন ব্যাংকে।

টাকার নোটের উপরে লেখা নোট কমবেশি সকলের কাছেই আছে। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা পাওয়ার পরে সকলেই ছুটেছে ব্যাংকের দিকে। কেউ অফিসে ছুটি নিয়ে তো কেউ আবার সব কাজ ফেলে লাইন দিয়েছে ব্যাংকে। এক প্রকার নোট বন্দির মতো যে দৃশ্য মানুষ দেখেছিল ক্রমাগত আবারও সামনে আছে। কারণ মেহনত করে জমা করা টাকার নোট যদি বাজারে না চলে তাহলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকেই। সেই কথা ভেবেই সকলেই ছুটেছেন ব্যাংকে। কিন্তু এর সত্যতা কতটা ? তা মানুষ ভেবে দেখেনি একবারও।

তবে সম্প্রতি প্রেস ইনফরমেশন অফ ব্যুরো কিন্তু বলছে অন্য কথা। সংস্থার পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন বার্তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে দেশে প্রচার করা হয়নি। টাকার নোটের ওপরে কোন কিছু লেখা থাকলে তা আইনত অবৈধ নয়। আইনি টেন্ডার সাপেক্ষেও তাকে বৈধ বলে গণ্য করতে হবে। তবে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লিন নোট পলিসি রয়েছে। তবে লেখায় ভরা নোট বাতিল করে দেওয়া হবে সে কথা বলছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধু সাধারণ মানুষের কাছে একটাই আবেদন জানানো হয়েছে নোট পরিষ্কার রাখাই ভালো। নোটের উপরে কিছু লিখলে তা দেখতে যেমন খারাপ লাগে ঠিক তেমনি ঘষাঘষিতে নোটের আয়ুও ক্ষয়ে যায়। ফলে নোট পরিষ্কার রাখাই ভালো।

খবর অনলাইনে আরও পড়ুন khaboronline.com

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version