Homeখবরবিদেশট্রাম্পের 'পারস্পরিক শুল্ক' আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী...

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী ভাবে

প্রকাশিত

এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্প এই ঘোষণা করেন, যা মূলত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশগুলোর উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ভারত আমেরিকান পণ্যের ওপর গড়ে ৯.৫ শতাংশ শুল্ক আরোপ করে, যেখানে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর মাত্র ৩ শতাংশ শুল্ক ধার্য করে। ট্রাম্প এই বাণিজ্য বৈষম্য দূর করতে চান। তিনি বলেন, “তারা চাইলে এখানে কারখানা, প্লান্ট বা যেকোনো কিছু তৈরি করতে পারে। এতে মেডিক্যাল, গাড়ি, চিপ ও সেমিকন্ডাক্টরের মতো সবকিছু অন্তর্ভুক্ত। যদি এখানে তৈরি হয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না।”

ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ পাল্টা শুল্কের ফলে ভারতের রপ্তানি খাতে ব্যাপক প্রভাব পড়তে পারে। খাদ্যপণ্য, সবজি, বস্ত্র, ইলেকট্রিক মেশিন, রত্ন ও গয়না, ওষুধ, গাড়ি, লোহা ও ইস্পাত—এসব ক্ষেত্রই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ট্রাম্প বলেন, “ভারতে ব্যবসা করা কঠিন, কারণ সেখানে শুল্ক অত্যন্ত বেশি। তবে তারা আমাদের যা চার্জ করবে, আমরা তাদেরও একই হারে চার্জ করব। এটি খুবই সুন্দর এবং সহজ ব্যবস্থা। এতে বেশি বা কম শুল্ক নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।”

ওয়াকিবহাল মহলের মতে, এই পরিস্থিতিতে ভারত ৩০টিরও বেশি পণ্যের শুল্ক কমানোর পরিকল্পনা করছে এবং যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা ও জ্বালানির আমদানি বাড়িয়ে বাণিজ্য উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তবে, এই শুল্ক নীতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আশঙ্কা রয়েছে, কারণ এতে ব্যবসা ও ভোক্তাদের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে।

এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব বাণিজ্যের ওপরও এই শুল্ক নীতির ব্যাপক প্রভাব পড়তে পারে। স্বল্পমেয়াদে, এর ফলে পণ্যের দাম বাড়বে এবং ব্যবসায়িক প্রতিযোগিতা হ্রাস পাবে। তবে দীর্ঘমেয়াদে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...