Homeখবরবিদেশআমেরিকার অর্থনীতিতে ভারতীয় শিক্ষার্থীদের অবদান ৬৬,০০০কোটি টাকার বেশি, মোদী-ট্রাম্প বৈঠকে জোর শিক্ষা...

আমেরিকার অর্থনীতিতে ভারতীয় শিক্ষার্থীদের অবদান ৬৬,০০০কোটি টাকার বেশি, মোদী-ট্রাম্প বৈঠকে জোর শিক্ষা ও অভিবাসন নীতিতে

প্রকাশিত

ওয়াশিংটন: মার্কিন অর্থনীতিতে ভারতীয় শিক্ষার্থীদের বিশাল অবদান স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা এক যৌথ বিবৃতিতে জানান, বর্তমানে ৩ লক্ষের বেশি ভারতীয় শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করছেন, যা প্রতি বছর মার্কিন অর্থনীতিতে ৬৬ হাজার কোটি টাকারও বেশি (৮ বিলিয়ন মার্কিন ডলার) অবদান রাখছে। পাশাপাশি, এই শিক্ষার্থীরা আমেরিকায় বহু প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করেছেন।

দুজনেই শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের ক্ষেত্রকে আরও সুগম করতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হবে।

শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা

বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে, শিক্ষার্থী, গবেষক ও কর্মীদের চলাচল উভয় দেশের জন্যই লাভজনক। এই কারণে তাঁরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন।”

দুই রাষ্ট্রনেতা যৌথ ডিগ্রি, টুইনিং প্রোগ্রাম, গবেষণা কেন্দ্র এবং ভারতের মাটিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের অফশোর ক্যাম্পাস স্থাপনের মতো বিষয়গুলোতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

শুধু শিক্ষার্থী ও পেশাদারদের আইনি চলাচল সহজ করাই নয়, দুই দেশ অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁরা একযোগে অপরাধী চক্র, মানব পাচারকারী, মাদক চোরাকারবারী এবং বেআইনি অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব এখন একটি বৈশ্বিক কর্মক্ষেত্রে পরিণত হয়েছে। তাই নিরাপদ ও লাভজনক আদানপ্রদানের উপযোগী নীতি তৈরি করা প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে, দুপক্ষই শিক্ষার্থী ও পেশাদারদের জন্য আইনসিদ্ধ অভিবাসনের পথ সুগম করার পাশাপাশি, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজতর করার প্রতিশ্রুতি দিয়েছেন।”

ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

মোদী ও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, দুই দেশের সরকার, শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়া হবে। তাঁদের লক্ষ্য, পারস্পরিক স্বার্থে একটি স্থায়ী ও শক্তিশালী ভারত-মার্কিন সম্পর্ক গড়ে তোলা, যা বিশ্বের কল্যাণে ভূমিকা রাখবে এবং মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য সহায়ক হবে।

এভাবে, শিক্ষার্থী বিনিময় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।