Homeখবরবিদেশপাকিস্তানের প্রস্তাবে একমাত্র দেশ হিসাবে বিরোধিতা, ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণে কেন ব্যতিক্রমী অবস্থানে...

পাকিস্তানের প্রস্তাবে একমাত্র দেশ হিসাবে বিরোধিতা, ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণে কেন ব্যতিক্রমী অবস্থানে ভারত

প্রকাশিত

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে পাকিস্তান ও সিরিয়ার আনা ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তাবে একমাত্র দেশ হিসেবে বিরোধিতা করল ভারত। পাকিস্তান ও সিরিয়ার প্রস্তাবটি ভোটে ১৭৯ সদস্যের সমর্থন লাভ করে এবং এটি গৃহীত হয়। তবে ইজরায়েল অনুপস্থিত থাকলেও ভারত একমাত্র দেশ হিসেবে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়।

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের প্রথম কমিটি নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি প্রতি রোধে কাজ করে থাকে। এই প্রস্তাবে বলা হয়, “আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

প্রস্তাবে আরও বলা হয়েছে, “স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে অধিকাংশ শান্তি ও নিরাপত্তার হুমকি একই অঞ্চল বা উপঅঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যেই দেখা দেয়। তাই ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আঞ্চলিক এবং উপআঞ্চলিক স্তরে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।” এটি দক্ষিণ এশিয়ার প্রস্তাবনা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের উদ্যোগগুলোর প্রসঙ্গও তুলে ধরে।

এছাড়া, “বৃহত্তর সামরিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলির আঞ্চলিক নিরাপত্তার জন্য এমন চুক্তি প্রচারের বিশেষ দায়িত্ব রয়েছে” উল্লেখ করে প্রস্তাবটিতে আঞ্চলিক এবং উপআঞ্চলিক পর্যায়ে ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে “জরুরি বিবেচনার” প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

ভারতের এই বিরোধিতার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়ে গেল। তবে, ভারত কেন প্রস্তাবটির বিপক্ষে ভোট দিল, তা নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনার সূত্রপাত হয়েছে।

প্রসঙ্গত, অত্যাধুনিক ও বিধ্বংসী অস্ত্রের ব্যবহার এবং ট্রান্সফার নিয়ন্ত্রণে ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চুক্তিগুলির মাধ্যমে অস্ত্র ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় যাতে যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষে অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি বা বেসামরিক জনগণের উপর আঘাত না ঘটে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় জয়শঙ্করের বক্তব্য ব্লক করা হয়েছে কানাডায়, সরব বিদেশমন্ত্রক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।