তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইজরায়েলের উপর “সরাসরি হামলার” নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিন ইরানি কর্মকর্তার মন্তব্য উধৃত করে এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
হানিয়ার মৃত্যুর খবর ঘোষণার পরপরই ইরান বুধবার সকালে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছিল। কর্মকর্তাদের মতে, বৈঠকে খামেনি ইজরায়েলে হামলার নির্দেশ দেন। এই ধরনের বৈঠক শুধুমাত্র আপদকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিলে সিরিয়ায় ইজরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর একই ধরনের বৈঠক ডাকা হয়েছিল।
অন্য দিকে, ইজরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, কূটনৈতিক সূত্রের মাধ্যমে ইরানকে বার্তা পাঠানো হয়েছে যে ইরান এবং তার সহযোগীরা যদি ইজরায়েলের বিরুদ্ধে কোনও আক্রমণ চালায় তবে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে তারা প্রস্তুত।
উল্লেখ্য, হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান ও হামাস। এখনও পর্যন্ত, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তেহরানে থাকা হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি ইজরায়েল।
হত্যার উল্লেখ না করেই, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইজরায়েল “যেকোনো দিক থেকে আমাদের বিরুদ্ধে যে কোনও আগ্রাসনের চেষ্টা করা হলে খুব ভারী মূল্য চোকাতে হবে।”
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই হামাসের সঙ্গেই যুদ্ধে লিপ্ত ইজরায়েল। বুধবার হামাস জানায়, ইসমাইল হানিয়া মঙ্গলবার সকালে “তেহরানে নিজের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায়” নিহত হয়েছেন। গোষ্ঠীটি আরও জানায়, হামলার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
আরও পড়ুন: নিজের ডেরায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া! খবরটা কি সত্যি?