Home খবর বিদেশ নিজের ডেরায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া! খবরটা কি সত্যি?

নিজের ডেরায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া! খবরটা কি সত্যি?

0

ইরানে নিজের বাসভবনে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া। তাঁর এক দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। জঙ্গি গোষ্ঠীটি এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

বেশ কয়েক মাস ধরেই হামাসের সঙ্গেই যুদ্ধে লিপ্ত ইজরায়েল। হামাস জানিয়েছে, ইসমাইল হানিয়া মঙ্গলবার সকালে “তেহরানে নিজের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায়” নিহত হয়েছেন। গোষ্ঠীটি আরও জানিয়েছে, হামলার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

জানা যায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানের রাজধানীতে ছিলেন হানিয়া।

হামাসের একজন ঊর্ধ্বতন কর্তা বলেছেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে না। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসা আবু মারজুক বলেছেন, “আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে না।”

এদিকে এই বিষয়ে হামাস কোনও বিবৃতি জারি করার আগে ইরানের রেভল্যুশনারি গার্ডও ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করে শোকবার্তা প্রকাশ করেছিল। জানানো হয়, বুধবার ভোরে তেহরানে অবস্থিত ইসমাইল হানিয়ার অফিসে হামলা চালানো হয়েছিল। সেই হামলাতেই ইসমাইল হানিয়া এবং তাঁর এক দেহরক্ষী প্রাণ হারান।

অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক ভাবে হানিয়া হত্যার প্রতিক্রিয়া জানায়নি। বলে রাখা ভালো, গত ৭ অক্টোবরের হামলার পর ইসমাইল হানিয়াকে হত্যা এবং হামাস গোষ্ঠীকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল ইজরায়েল। ওই হামলার ফলে ১,১৯৫ জন নিহত হয়েছিল, বেশিরভাগই বেসামরিক নাগরিক।

তার পর থেকে লাগাতার অভিযান চালিয়ে আসছে ইজরায়েলি সেনা। গাজায় ইজরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ৩৯,৪০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রণাধীন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version