Homeখবরবিদেশলেজার প্রযুক্তিতে সজ্জিত ইজরায়েলের নতুন "আয়রন বিম" প্রতিরক্ষা ব্যবস্থা, চালু আগামী বছরে

লেজার প্রযুক্তিতে সজ্জিত ইজরায়েলের নতুন “আয়রন বিম” প্রতিরক্ষা ব্যবস্থা, চালু আগামী বছরে

প্রকাশিত

নয়াদিল্লি: খুব তাড়াতাড়ি নিজেদের অত্যাধুনিক “আয়রন বিম” লেজার প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইজরায়েল। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার দিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট এবং মর্টারকে ধ্বংস করা সম্ভব। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আয়রন বিম আগামী বছরের মধ্যেই সক্রিয় হবে। এখন যে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা আরো শক্তিশালী করবে এই আয়রন বিম। শুধু তাই নয়, “যুদ্ধের এক নতুন যুগের” সূচনাও করবে।

ইজরায়েল সরকারের এই প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে। বর্তমানে প্যালেস্তাইনের হামাস এবং ইরানে হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাতে আয়রন বিম কার্যকরী ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আয়রন বিম ব্যবস্থাটি আলোর সমান গতিতে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম। এছাড়া, এর অপারেশন খরচ প্রায় শূন্য এবং এটি প্রতি আঘাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

আয়রন বিম ছোট ও হালকা প্রকল্পগুলিকে ধ্বংস করবে, যেখানে বড় লক্ষ্যবস্তু যেমন ব্যালিস্টিক মিসাইল মোকাবিলায় অ্যারো ২ এবং অ্যারো ৩ ইন্টারসেপ্টর ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এই সিস্টেমটি ছোট আকারের ড্রোন, যেগুলি হালকা ও রাডারে ধরা পড়া কঠিন, সহজেই ধ্বংস করতে পারবে, যা বিদ্যমান আয়রন ডোমের জন্য কঠিন ছিল।

আয়রন ডোম ব্যবস্থার এক একটি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার খরচ হয়, যেখানে আয়রন বিম তার তুলনায় অনেক কম খরচে কাজ করবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা দৃশ্যমানতা কমে গেলে এটি ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম যেমন বি-৫২ বোম্বার, ফাইটার জেট এবং নেভি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে। গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই দ্বি-মুখী যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লা এবং হামাসের সঙ্গে সংঘর্ষ চলছে ইজরায়েলের। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১,২০৬ জনের মৃত্যু হয়, যার বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। এর পর থেকে ইজরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় প্রায় ৪৩,২৫৯ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক। রাষ্ট্রসঙ্ঘের তরফেও এই তথ্য বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়।

এই সংঘর্ষের আবহে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যতম লক্ষ্য গাজায় বন্দি বিনিময় এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু সমাধান এখনও অধরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।