Homeখবরবিদেশলেজার প্রযুক্তিতে সজ্জিত ইজরায়েলের নতুন "আয়রন বিম" প্রতিরক্ষা ব্যবস্থা, চালু আগামী বছরে

লেজার প্রযুক্তিতে সজ্জিত ইজরায়েলের নতুন “আয়রন বিম” প্রতিরক্ষা ব্যবস্থা, চালু আগামী বছরে

প্রকাশিত

নয়াদিল্লি: খুব তাড়াতাড়ি নিজেদের অত্যাধুনিক “আয়রন বিম” লেজার প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইজরায়েল। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার দিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট এবং মর্টারকে ধ্বংস করা সম্ভব। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আয়রন বিম আগামী বছরের মধ্যেই সক্রিয় হবে। এখন যে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা আরো শক্তিশালী করবে এই আয়রন বিম। শুধু তাই নয়, “যুদ্ধের এক নতুন যুগের” সূচনাও করবে।

ইজরায়েল সরকারের এই প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে। বর্তমানে প্যালেস্তাইনের হামাস এবং ইরানে হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাতে আয়রন বিম কার্যকরী ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আয়রন বিম ব্যবস্থাটি আলোর সমান গতিতে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম। এছাড়া, এর অপারেশন খরচ প্রায় শূন্য এবং এটি প্রতি আঘাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

আয়রন বিম ছোট ও হালকা প্রকল্পগুলিকে ধ্বংস করবে, যেখানে বড় লক্ষ্যবস্তু যেমন ব্যালিস্টিক মিসাইল মোকাবিলায় অ্যারো ২ এবং অ্যারো ৩ ইন্টারসেপ্টর ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এই সিস্টেমটি ছোট আকারের ড্রোন, যেগুলি হালকা ও রাডারে ধরা পড়া কঠিন, সহজেই ধ্বংস করতে পারবে, যা বিদ্যমান আয়রন ডোমের জন্য কঠিন ছিল।

আয়রন ডোম ব্যবস্থার এক একটি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার খরচ হয়, যেখানে আয়রন বিম তার তুলনায় অনেক কম খরচে কাজ করবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা দৃশ্যমানতা কমে গেলে এটি ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম যেমন বি-৫২ বোম্বার, ফাইটার জেট এবং নেভি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে। গত সেপ্টেম্বরে শুরু হওয়া এই দ্বি-মুখী যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লা এবং হামাসের সঙ্গে সংঘর্ষ চলছে ইজরায়েলের। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১,২০৬ জনের মৃত্যু হয়, যার বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। এর পর থেকে ইজরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় প্রায় ৪৩,২৫৯ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক। রাষ্ট্রসঙ্ঘের তরফেও এই তথ্য বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়।

এই সংঘর্ষের আবহে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যতম লক্ষ্য গাজায় বন্দি বিনিময় এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু সমাধান এখনও অধরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...