Homeখবরবিদেশইজরায়েলের হামলায় গাজার নাসের হাসপাতালে আগুন, নিহত হামাস নেতা

ইজরায়েলের হামলায় গাজার নাসের হাসপাতালে আগুন, নিহত হামাস নেতা

প্রকাশিত

গাজার দক্ষিণাঞ্চলের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে রবিবার রাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। বোমাবর্ষণের ফলে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে আগুন ধরে যায়। এতে বহু রোগী নতুন করে আহত হয়েছেন, এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, তাদের হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন, যিনি সেখান থেকেই ইজ়রায়েলবিরোধী কার্যকলাপ পরিচালনা করছিলেন।

হাসপাতালে হামলা কেন?

আইডিএফের দাবি, যে হামাস নেতা নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তিনি সেখান থেকেই গোপন পরিকল্পনা করছিলেন। তাঁকে সরাতে এই হামলা চালানো হয়। ইজরায়েলি বাহিনী বলছে, “আমরা যতটা সম্ভব নিশ্চিত করেছি যে, আশপাশের সাধারণ মানুষের ক্ষতি না হয়। কিন্তু হামাস যেভাবে হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করছে, সেটাই এই পরিস্থিতির জন্য দায়ী।”

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই হামলার ফলে চিকিৎসাধীন রোগীদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদ সংস্থা এপি জানায়, অস্ত্রোপচার বিভাগের উপর বোমা পড়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে নতুন করে বহু মানুষ আহত হন।

নিহত নেতা কে?

আইডিএফ নিহত নেতার নাম প্রকাশ করেনি। তবে বিবিসি-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, নিহত ব্যক্তি হলেন হামাস নেতা ইসমাইল বারহুম, যিনি সংগঠনের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য ছিলেন এবং অর্থনৈতিক দিকও পরিচালনা করতেন। কিছুদিন আগে ইজরায়েলেরর আকাশ হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি, এরপর নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

যুদ্ধে ৫০ হাজারের বেশি প্যালেস্টিনীয়র মৃত্যু

২০২৩ সালের দ্বিতীয়ার্ধ থেকে ইজ়রায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি প্যালেস্টিনীয় নিহত হয়েছেন। জানুয়ারি থেকে সাময়িক যুদ্ধবিরতি শুরু হলেও, সম্প্রতি ইজরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে।

নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা

ইজরায়েলেরর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, “হামাসের সম্পূর্ণ বিনাশ না হওয়া পর্যন্ত এবং সকল পণবন্দি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।” তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমেই ইজ়রায়েল নতুন করে হামলা শুরু করেছে।

গাজায় অব্যাহত যুদ্ধের ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও, সংঘর্ষ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

পশ্চিমঘাটে মিলল ৪ নতুন প্রজাতির উদ্ভিদ! কর্নাটকের গবেষকদের যুগান্তকারী আবিষ্কার

কর্নাটকের ধারওয়াড়ের একদল গবেষক পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কার করলেন ৪টি নতুন উদ্ভিদ প্রজাতি। ইউনেস্কো স্বীকৃত এই জীববৈচিত্র্যময় অঞ্চলের গবেষণায় যুক্ত হলো নতুন পালক।

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।