Homeখবরবিদেশইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে

ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে

প্রকাশিত

১৫ মাস ধরে চলা সংঘাতের মাঝে ইজরায়েল এবং হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে, যার মাধ্যমে হামাসের হাতে আটক ইজরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলের জেলে থাকা প্যালেস্টাইন বন্দিদের মুক্তি দেওয়া হবে।

চুক্তিটি শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার পর ইজরায়েলের উচ্চ আদালতের অনুমোদনের জন্য যাবে। চুক্তি আদালতের অনুমোদন পেলেই তা আগামী রবিবার থেকে কার্যকরী হবে। তবে উচ্চ আদালত এতে হস্তক্ষেপ করার সম্ভাবনা কম।

চুক্তির শর্ত অনুযায়ী, হামাস প্রথম ৪২ দিনে ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে শিশু, নারী (যেমন মহিলা সেনা), এবং ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইজরায়েল প্রতি মহিলা সেনার বিনিময়ে ৫০ জন প্যালেস্টাইন বন্দি এবং প্রতিটি মহিলা অসামরিক বন্দির জন্য ৩০ জন বন্দিকে মুক্তি দেবে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, “রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিকগুলি বিবেচনা করে এবং প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে মনে করে নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে।”

চুক্তির আলোচনায় বিলম্ব হওয়ায় সম্ভাব্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষত নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের বিরোধিতার কারণে জটিলতা তৈরি হয়। তবে শেষপর্যন্ত মন্ত্রিসভার অনুমোদন মেলে।

হামাসের মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করা হবে কেবল তাদের ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তরের পর। তবে ইজরায়েলে মুক্তি পেতে যাওয়া প্যালেস্টাইন বন্দিদের তালিকা ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই চুক্তি ইজরায়েল ও হামাসের মধ্যকার দীর্ঘমেয়াদী দ্বন্দ্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি কতটা শান্ত হবে, তা সময়ই বলে দেবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

কেবিসি প্রতিযোগী জয়ন্ত দুলির পরিবারের জন্য নিজ খরচে শৌচাগার তৈরি করলেন অমিতাভ বচ্চন। হুগলির গগাটের আগাই গ্রামের দুলিদের ঘরে এখন ‘মর্যাদার প্রাচীর’— যেখানে লেখা, “Gifted by Mr Amitabh Bachchan।”

এ বার টোটোতেও বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, বেঁধে দেওয়া হল সময়সীমা

রাজ্যে টোটো চালাতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ১৩ অক্টোবর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ ডিসেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে কোনও টোটো চলবে না।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।