Homeখবরবিদেশযুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

প্রকাশিত

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার থেকে কোনো বিবৃতি এখনও আসেনি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেয়নি কাতার। সবমিলিয়ে নতুন করে যুদ্ধের সম্ভাবনা আরও বেড়েছে।

বলে রাখা ভালো, এক সপ্তাহ আগে, গত ২৪ নভেম্বর যুদ্ধ স্থগিত করা হয়েছিল। যা প্রাথমিক ভাবে চার দিন স্থায়ী হয়েছিল এবং তারপর কাতার এবং সহযোগী মধ্যস্থতাকারী মিশরের সহায়তায় আরও কয়েক দিন বাড়ানো হয়েছিল। শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হয়েছে। মিডিয়া রিপোর্টে প্রকাশ, যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল।

সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময়, হামাস এবং গাজার অন্য জঙ্গি সংগঠনগুলি ১০০ জনেরও বেশি পণবন্দিকে মুক্তি দিয়েছে। যাঁদের বেশিরভাগই ইজরায়েলি। বিনিময়ে ২৪০ প্যালেস্তেনীয়কে মুক্তি দেওয়া হয়েছিল ইজরায়েলি কারাগার থেকে। মুক্তি পাওয়া বেশির ভাগই মহিলা ও শিশু।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা পর গাজায় রকেট ছুড়েছে ইজরায়েল। দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এক সপ্তাহের মধ্যে এটাই প্রথম হামলা।

ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার ভিতরে রকেট হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। একই সঙ্গে গাজা থেকে ছোড়া একটি রকেটও ধ্বংস করে ইজরায়েলি সেনাবাহিনী। পাল্টা হামলায় কোনো হতাহতের খবর নেই।

ইতিমধ্যেই আইডিএফ বলেছিল, সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরেও লড়াই চলবে। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গতকাল বলেছেন, আইডিএফ আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

টাইমস অব ইজরায়েল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...