Homeখবরবিদেশরাষ্ট্রসংঘে জো বাইডেনের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, উঠে এল ভারতের ভোটের...

রাষ্ট্রসংঘে জো বাইডেনের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, উঠে এল ভারতের ভোটের কথা

প্রকাশিত


নিউইয়র্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৭৮তম অধিবেশনে নিজের শেষ ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । মঙ্গলবার বক্তৃতা করার সময় তিনি বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধ কারোরই স্বার্থে নয় এবং পরিস্থিতি সত্ত্বেও কূটনৈতিক সমাধান এখনো সম্ভব।

বাইডেন রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হলেও পূর্ণাঙ্গ যুদ্ধ কেউ চায় না, কূটনৈতিক সমাধান এখনও সম্ভব”। তার এই বক্তব্যে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সম্পর্কেও আশার কথা শোনা যায়।

বাইডেন আরও উল্লেখ করেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের মূল উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। বাইডেন বলেন, “পুতিনের যুদ্ধ করার মূল লক্ষ্যেই ব্যর্থ হয়েছে। তিনি ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু ইউক্রেন এখনো স্বাধীন”। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেন জয় না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে এবং ন্যায্য, টেকসই শান্তির জন্য লড়াই করবে।

মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে বাইডেন বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হলে তা ইরানের পক্ষ থেকে আসা চলমান হুমকির মোকাবিলায় বিশ্বকে আরও শক্তিশালী অবস্থানে রাখবে। তিনি বলেন, “আমাদের একসঙ্গে ইরানের সন্ত্রাসবাদী আর তাদের সহযোগীদের কাছ থেকে আকাশ কেড়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।”

বাইডেনের এই ভাষণের সময়, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে। ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে ভোটাররা সিদ্ধান্ত নেবেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস না প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী অধিকারী হবেন।

বাইডেন নিজের বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ হিসেবে ভারত, দক্ষিণ কোরিয়া এবং ঘানার নাম উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা এই বছর দেখেছি ঘানা থেকে ভারত পর্যন্ত, দক্ষিণ কোরিয়া থেকে আরও অনেক দেশে, নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ভবিষ্যৎ বেছে নিচ্ছেন। এই বছরই বিশ্বের এক-চতুর্থাংশের মানুষ নির্বাচনে অংশ নিয়েছে।”

সাধারণ পরিষদের বক্তৃতায় তিনি বলেন, “এই গ্রীষ্মে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল—আমি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা। প্রেসিডেন্ট হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আরও অনেক কিছু করার ইচ্ছা থাকলেও, ৫০ বছরের সরকারি সেবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। ক্ষমতা ধরে রাখার চেয়েও বড় কিছু রয়েছে, সেটা হল জনগণের সেবা”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...